Ajker Patrika

শিবচরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯: ১২
শিবচরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ 

মাদারীপুরের শিবচর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের পাঁচ্চরসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড অতিক্রম করতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের ১৫ জন যাত্রী আহত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনেকে মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রাতেই স্থানীয় ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় আহতাবস্থায় প্রায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকগুলোতে পাঠানো হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত