Ajker Patrika

টিকটকে অভিনয়ের প্রস্তাব দিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
টিকটকে অভিনয়ের প্রস্তাব দিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে টিকটকে অভিনয়ের জন্য ডেকে এনে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বয়স যথাক্রমে ১৬,১৭ এবং ১৫।

 গতকাল বুধবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা টিকটক ভিডিওতে অভিনয় করার জন্য বুধবার বিকেলে মাদ্রাসা ছাত্রীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় প্রধান অভিযুক্ত ও তার চার সহযোগী মিলে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় রাত পর্যন্ত টিকটক ভিডিও বানায়। পরে কিশোরীকে নিয়ে রাত সাড়ে ৯টায় ইস্পাহানি মাঝির গলি এলাকায় নিয়ে ধর্ষণ করে প্রধান অভিযুক্ত। তাকে সহায়তা ও পাহারা দেয় বাকি চার সহযোগী।

এ সময় ধর্ষণের বিষয়টি বুঝতে পারে এলাকার কয়েকজন ব্যক্তি। তারা ঘটনাস্থল থেকে তিন সহযোগীকে হাতেনাতে আটক করে। টের পেয়ে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত ও তার এক সহযোগী।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কিশোরদের বিকেলেই আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্তকে ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত