Ajker Patrika

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জামাত। আজ রোববার সকাল ৭টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা আজ ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। স্রষ্টার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়ে গেছে।

আবহাওয়া ভালো থাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। আর প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ আতাউর রহমান। বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

দেশের কোটি কোটি মুসলমান ঈদুল আজহার দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে সকাল ১১টা পর্যন্ত ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করছেন। সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। করোনা সংক্রমণের কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ পরবর্তীসময়ে পাঁচটি ঈদের নামাজ দরবার হলে আদায় করেছেন। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার নামাজও বঙ্গভবনের দরবার হলে আদায় করছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত