Ajker Patrika

স্পেশালাইজড নার্সিং ও কেয়ার গিভিং কোর্স চালু করল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

স্পেশালাইজড নার্সিং ও কেয়ার গিভিং কোর্স চালু করল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

স্পেশালাইজড নার্সিং এবং কেয়ারগিভিং কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি)। গত ২৬ ফেব্রুয়ারি কুমুদিনী নার্সিং কলেজ ও কুমুদিনী ট্রেড ট্রেইনিং সেন্টারে উক্ত কোর্সসমূহের উদ্বোধন করা হয়। স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সোমবার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, SEIP প্রকল্প ও কুমুদিনী ট্রাস্টের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ১৭০ জন নারী শিক্ষার্থীকে ৬টি বিষয়ে ১ বছর মেয়াদি স্পেশালাইজড নার্সিং কোর্সে ও ১৬০ জন শিক্ষার্থীকে ৬ মাস মেয়াদি কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স ৬টি হলো—ডিপ্লোমা ইন রেনাল নার্সিং, ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নার্সিং, ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং, ডিপ্লোমা ইন ট্রমা নার্সিং, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এবং ডিপ্লোমা ইন অনকোলোজি নার্সিং। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মো. সাইফুল হাসান বাদল, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ এখলাছুর রহমান। এ সময় স্পেশালাইজড নার্সিং কোর্স এবং কেয়ারগিভিং কোর্স-এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের আওতায় কুমুদিনী ট্রাস্টের পরিচালনায় স্পেশালাইজড নার্সিং এবং কেয়ারগিভিং কোর্সে ৩৩০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচ্য প্রকল্পের মেয়াদ ১৫ অক্টোবর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২। 

উল্লেখ্য, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রায় ৯০ বছরের পুরোনো ও বাংলাদেশের অন্যতম একটি সেবামূলক দাতব্য প্রতিষ্ঠান। ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর আর পি সাহার সুদূরপ্রসারী পরিকল্পনা অনুসারে এই ট্রাস্ট ১৯৭৩ সালে কুমুদিনী নার্সিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নার্সিং শিক্ষাদানের সূচনা করে, যা বর্তমানে চিকিৎসা সেবা ব্যবস্থায় একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী সময়ে এটি বেসরকারি খাতে প্রথম ২০০৭ সালে কুমুদিনী নার্সিং কলেজ প্রতিষ্ঠা করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত