নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।
অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’
নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।
অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৩ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে