নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আলাদা কোনো চেষ্টা নেই। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত ভালো সাম্প্রদায়িক সম্প্রতি আর কোথাও নেই। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম সবাই একসঙ্গে বসবাস করছে।’
আজ শনিবার বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। এবার পুণ্যার্থীদের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে। এখানে সবাই আমরা বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য কাজ করছি।
ধর্মীয় সম্প্রতি বজায় থাকলেও বিদেশের গণমাধ্যমে মিথ্যা প্রচারণা ও গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি খুবই ভালো। কেউ মিথ্যা সংবাদ ছড়ালে তা স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায়। কোথায় কী মিথ্যা বলল তা আমাদের দেখার বিষয় না। অনেকে মিথ্যা সংবাদ বলে পয়সা বেশি পায়। বিদেশি কিছু মিডিয়া এই কাজ করে। আপনাদের বলব আপনারা সত্যি সংবাদ প্রচার করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ।’
লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকাকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে তোলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কীভাবে এখানে প্রচলন কেন্দ্র তৈরি করা যায় কি না, সে বিষয়ে পরামর্শ করে আমরা কাজ করব। এটা হচ্ছে ধর্মীয় পর্যটনকেন্দ্র বা পুণ্যকেন্দ্র। কোনোভাবে যেন এখানকার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আলাদা কোনো চেষ্টা নেই। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত ভালো সাম্প্রদায়িক সম্প্রতি আর কোথাও নেই। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম সবাই একসঙ্গে বসবাস করছে।’
আজ শনিবার বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। এবার পুণ্যার্থীদের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে। এখানে সবাই আমরা বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য কাজ করছি।
ধর্মীয় সম্প্রতি বজায় থাকলেও বিদেশের গণমাধ্যমে মিথ্যা প্রচারণা ও গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি খুবই ভালো। কেউ মিথ্যা সংবাদ ছড়ালে তা স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায়। কোথায় কী মিথ্যা বলল তা আমাদের দেখার বিষয় না। অনেকে মিথ্যা সংবাদ বলে পয়সা বেশি পায়। বিদেশি কিছু মিডিয়া এই কাজ করে। আপনাদের বলব আপনারা সত্যি সংবাদ প্রচার করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ।’
লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকাকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে তোলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কীভাবে এখানে প্রচলন কেন্দ্র তৈরি করা যায় কি না, সে বিষয়ে পরামর্শ করে আমরা কাজ করব। এটা হচ্ছে ধর্মীয় পর্যটনকেন্দ্র বা পুণ্যকেন্দ্র। কোনোভাবে যেন এখানকার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়ে...
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত জোবায়ের হোসেন উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের...
১৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে চাপা পড়ে মো. রইসউদ্দিন (৩০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। এরই মধ্যে তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে