ধামরাই (ঢাকা) প্রতিনিধি
এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
২ মিনিট আগেসমাপনী অনুষ্ঠানে বলা হয়, গত ২৫ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এতে মোট ১১২টি স্টল অংশ নেয়। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ৮টি, সিঙ্গেল নার্সারি ৯২টি এবং ১৮টি ডাবল নার্সারি ছিল। বিক্রি হওয়া চারার মধ্যে ফলজ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৬৪০, বনজ ২ লাখ ৪৮ হাজার
৬ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
৮ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
১৪ মিনিট আগে