Ajker Patrika

আশ্রয়ণ প্রকল্পের ঘর দিতে ৫০ হাজার টাকা আদায় মেম্বারের

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২: ৪৩
আশ্রয়ণ প্রকল্পের ঘর দিতে ৫০ হাজার টাকা আদায় মেম্বারের

এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।

অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।

ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন। 

অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’

আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা। 

ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’ 

এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত