Ajker Patrika

জাহাঙ্গীরনগরে ধর্ষণের প্রতিবাদ জানাল শাখা ছাত্রলীগ

জাবি প্রতিনিধি
Thumbnail image

ধর্ষণের ঘটনার প্রতিবাদে সারা দিন (সোমবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবাদী কর্মসূচিতে উত্তপ্ত থাকলেও নীরব ছিল ছাত্রলীগের নেতা কর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন করে ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। তবে এতে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন অনুপস্থিত ছিলেন। 

মোমবাতি প্রজ্বলন শেষে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘ধর্ষণে অভিযুক্তদের এমন শাস্তি দিতে হবে, যাতে অন্যরা দেখে শঙ্কিত হয়। এমন অপকর্ম করে কেউ ছাড় পাবে না। যারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য সংগঠনের নাম ব্যবহার করে, তাদের ছাড় দেওয়া হবে না।’ 

এর আগে গত শনিবার রাতে জাবির আবাসিক হলকক্ষে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের নেতাসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। ওই দিন মধ্যরাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, ৪৬ তম ব্যাচের সাগর সিদ্দিক ও ৪৫ তম ব্যাচের হাসানুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত