রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হঠাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন নৈশপ্রহরী। ততক্ষণে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, রাতে নৈশপ্রহরী ফোন করে জানান যে, সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধোয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
তিনি আরও বলেন স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ঈর্ষান্বিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি দেখা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হঠাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন নৈশপ্রহরী। ততক্ষণে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, রাতে নৈশপ্রহরী ফোন করে জানান যে, সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধোয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
তিনি আরও বলেন স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ঈর্ষান্বিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি দেখা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
চাকরির জন্য দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন নাটোরের সিংড়ার যুবক হুমায়ুন কবির। হুমায়ুনের দুলাভাই রহমত আলীকেও বাধ্য করা হয়েছে ওই যুদ্ধে অংশ নিতে। স্বজনদের কাছে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।
৭ মিনিট আগেবরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
৩২ মিনিট আগেধর্ষণের শিকার নারীর মেডিকো-লিগ্যাল পরীক্ষার ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করে রায় দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকো-লিগ্যাল পরীক্ষার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই এই রায় সম্পর্কে জানেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিল
৩৩ মিনিট আগেমৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী নেতাদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার জেলকে তাঁরা পরোয়া করেন না। তাঁদের নেতাদের ফাঁসির আদেশ হওয়ার পর তাঁরা বলতেন আলহামদুলিল্লাহ। ফাঁসির দড়ি তাঁদের কাছে জুতার ফিতার মতো। তাঁরা স্বেচ্ছায় ফাঁসির তক্তায় গিয়ে দাঁড়াতেন।
৩৭ মিনিট আগে