রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হঠাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন নৈশপ্রহরী। ততক্ষণে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, রাতে নৈশপ্রহরী ফোন করে জানান যে, সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধোয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
তিনি আরও বলেন স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ঈর্ষান্বিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি দেখা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হঠাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন নৈশপ্রহরী। ততক্ষণে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, রাতে নৈশপ্রহরী ফোন করে জানান যে, সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধোয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
তিনি আরও বলেন স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ঈর্ষান্বিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি দেখা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রহিম মিয়া (৩০) নামের আরেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
১০ মিনিট আগেজাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ ছাড়া অতিসত্বর খুলনা মহানগর শাখা কমিটি গঠন করা হবে বলে...
৩৩ মিনিট আগেইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ও বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও তাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছি।
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ইব্রাহীম ওরফে জসিমকে (২২) গ্রেপ্তার করেছে তালতলী থানা-পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলৈ তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইব্রাহীম ওরফে জসিম পাথরঘাটা উপজেলার...
২ ঘণ্টা আগে