Ajker Patrika

মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০: ০৪
মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত: সিইসি

একজন নির্বাচন কমিশনার নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে এমন মন্তব্য করতে পারেন না বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন এই ধরনের মন্তব্য শালীনতা বহির্ভূত।

রোববার নির্বাচন কমিশনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সংবাদ সম্মেলন প্রসঙ্গে আজ সোমবার সিইসি এ কথা বলেন।

মাহবুব তালুকদারের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে কিছু বলতে চাননি কে এম নুরুল হুদা। তার দাবি, এই নির্বাচন কমিশনার প্রায় সময়ই এ ধরনের কথা বলেন। মাহবুব তালুকদারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আইসিইউতে বা গণতন্ত্র লাইফ সাপোর্টে এসব মন্তব্য শালীনতা বহির্ভূত। 

বারবার মাহবুব তালুকদার এ ধরনের বক্তব্য কেন দিচ্ছেন তা জানতে চাইলে সিইসি বলেন, এটা আমার জানা নেই কেন তিনি এটা বলেন। যেহেতু তিনি উপস্থিত নেই তাঁর বিষয়ে কথা বলা ঠিক হবে না। সংবাদ সম্মেলনের একপর্যায়ে নুরুল হুদা আরও বলেন, তিনি অনেক কথাই বলেন, এ ধরনের কথা প্রায়ই শুনে আসছি। তিনি একটা শব্দের জন্য পুরো এক সপ্তাহ ব্যয় করেন। তারপর সেটা সাংবাদিকদের ডেকে বলেন।

মাহবুব তালুকদারের বক্তব্য সর্বোপরি নির্বাচন কমিশনের সঙ্গে সাংঘর্ষিক কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তাঁর সঙ্গে আমাদের কোনো  দ্বন্দ্ব নেই। মতানৈক্য নেই।

সংবাদ সম্মেলন শুরুর দিকে সিইসি সর্বশেষ তিন দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় প্রতিটি ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত