Ajker Patrika

রাজউকের অভিযানে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০: ৩২
রাজউকের অভিযানে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়েছে। অভিযানে ১০ ভবন মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ও পরিদর্শন দল। এ সময় বিভিন্ন অসংগতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৪টি ভবনের মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল, ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। ব্লিচিং পাউডার, মশা রোধী স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়। 

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন জানান, এডিস মশার বংশবিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে। যেকোনো অসংগতি দেখলেই আদালতসমূহ ভবন মালিকদের জরিমানা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত