Ajker Patrika

আইনজীবীর ১৬ কোটি টাকা ও অন্যান্য ফি ১০ কোটি, হলফনামা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবীর ১৬ কোটি টাকা ও অন্যান্য ফি ১০ কোটি, হলফনামা দেওয়ার নির্দেশ

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় আইনজীবী ইউসুফ আলী ফি হিসেবে ১৬ কোটি টাকা পেয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা এই তথ্য জানান। এর বাইরে ১০ কোটি অন্যান্য ফিও রয়েছে বলে জানান আদালত।

এ সময় আদালত বলেন, মানুষের যেন ন্যূনতম সন্দেহ না থাকে, হলফনামা দিয়ে তা পরিষ্কার করুন। স্পষ্ট করে হলফনামা দিয়ে বলুন, কত ফি নিয়েছেন। আদালত হলফনামা দিতে আরও দুই দিন সময় দিয়েছেন।

আদালতে ইউসুফের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা, রবিউল আলম বুদু ও অনীক আর হক।

গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছিল আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে। পরে তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে ৩ জুলাই সাংবাদিকদের জানান তিনি নিজেই।

আইনজীবী আহসানুল করিম আজ সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা যে টাকা পেয়েছেন তার মধ্যে ৬ শতাংশ টাকা লিগ্যাল ফি এবং অন্যান্য ফি হিসেবে দেখানো হয়েছে। ৬ শতাংশ ফি হিসেবে ২৬ কোটি টাকা হয়। এর মধ্যে আইনজীবীর ফি ১৬ কোটি এবং ১০ কোটি অন্যান্য ফি। আদালত অন্যান্য ফি ১০ কোটি টাকা কেন সেটি স্পষ্ট করে হলফনামা দিতে বলেছেন।’

এদিকে আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগ তদন্ত করতে রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই সময় ব্যারিস্টার আশরাফ বলেন, ‘এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত