নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিন্দু মহাজোটের নেতা বিধান কৃষ্ণ রায়ের ওপর হামলাসহ হিন্দুদের ওপর হামলা, জমি দখল ও তাদের দেশত্যাগে হুমকির ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোট আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আজ শুক্রবার এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া একটি বর্ধিঞ্চু হিন্দু গ্রাম ছিল। গত কয়েক বছর ধরে সাবেক ইউপি মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়া ও তাঁর সন্ত্রাসী বাহিনী কর্তৃক হিন্দুদের ওপর হামলা, জমি দখল, নানাভাবে হয়রানিসহ দেশত্যাগে বাধ্য করার হুমকিতে হিন্দুরা অতিষ্ঠ। এতে অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী পরাজয়ের কারণ হিসেবে হিন্দুদের দায়ী করেন। তিনি প্রচার করছেন, হিন্দুরা তাঁকে ভোট না দেওয়ার কারণেই তিনি হেরেছেন। সে জন্য নির্বাচনের ব্যয় তিনি হিন্দুদের কাছ থেকে ওঠাবেন।
বক্তারা আরও বলেন, গত ১৪ জানুয়ারি মোশারফ ও তাঁর সহযোগী বাহিনী রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি বিধান কৃষ্ণ রায়ের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা বিধান কৃষ্ণ রায় ও তাঁর গাড়িতে খুনের উদ্দেশ্যে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মা ও ছোট ভাইয়ের ওপরও হামলা চালানো হয়। মোশারফ বাহিনীর অত্যাচারের মাত্রা দিনদিন অসহনীয় হয়ে পড়েছে।
এ সময় তাঁরা মোশারফ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিধান কৃষ্ণ রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাংগঠনিক সম্পাদক পলাশ বীর, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মধু প্রমুখ।
হিন্দু মহাজোটের নেতা বিধান কৃষ্ণ রায়ের ওপর হামলাসহ হিন্দুদের ওপর হামলা, জমি দখল ও তাদের দেশত্যাগে হুমকির ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোট আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আজ শুক্রবার এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া একটি বর্ধিঞ্চু হিন্দু গ্রাম ছিল। গত কয়েক বছর ধরে সাবেক ইউপি মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়া ও তাঁর সন্ত্রাসী বাহিনী কর্তৃক হিন্দুদের ওপর হামলা, জমি দখল, নানাভাবে হয়রানিসহ দেশত্যাগে বাধ্য করার হুমকিতে হিন্দুরা অতিষ্ঠ। এতে অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী পরাজয়ের কারণ হিসেবে হিন্দুদের দায়ী করেন। তিনি প্রচার করছেন, হিন্দুরা তাঁকে ভোট না দেওয়ার কারণেই তিনি হেরেছেন। সে জন্য নির্বাচনের ব্যয় তিনি হিন্দুদের কাছ থেকে ওঠাবেন।
বক্তারা আরও বলেন, গত ১৪ জানুয়ারি মোশারফ ও তাঁর সহযোগী বাহিনী রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি বিধান কৃষ্ণ রায়ের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা বিধান কৃষ্ণ রায় ও তাঁর গাড়িতে খুনের উদ্দেশ্যে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মা ও ছোট ভাইয়ের ওপরও হামলা চালানো হয়। মোশারফ বাহিনীর অত্যাচারের মাত্রা দিনদিন অসহনীয় হয়ে পড়েছে।
এ সময় তাঁরা মোশারফ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিধান কৃষ্ণ রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাংগঠনিক সম্পাদক পলাশ বীর, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মধু প্রমুখ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে