Ajker Patrika

ঢামেক হাসপাতালে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
ঢামেক হাসপাতালে ইয়াবাসহ যুবক আটক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সংলগ্ন রাস্তা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হাসপাতাল ফাঁড়ি পুলিশ। আটক যুবকের নাম জান্নাতুল হাসান জসি(২৮)। তাঁর কাছ থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ও সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁকে আটক করা হয়েছে।

ইনচার্জ বাচ্চু মিয়া জানান, 'আমাদের কাছে আগেই খবর ছিল ঢাকা মেডিকেলের ভেতর দিয়ে ইয়াবা নিয়ে যাবে এক যুবক যাবে। এর ভিত্তিতে তাঁকে পুলিশ ফাড়ির সামনের রাস্তা থেকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পকেট থেকে ইয়াবাভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটে ১৯০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।'

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রয়েল জিয়া জানান, হাসপাতাল পুলিশ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আটক জসি জানান, শাহবাগে একটি ফুলের দোকানে চাকরি করেন তিনি। বর্তমানে হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনে একটি বাসায় থাকেন। বিল্লাল নামের এক যুবক তাঁকে ইয়াবাগুলো দিয়েছে শাহবাগ এলাকায় পৌছে দেওয়ার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত