Ajker Patrika

বোয়ালমারীতে পুলিশের কাছে দেশি অস্ত্র জমা দিলেন বিবাদমান ২ পক্ষ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
বোয়ালমারীতে পুলিশের কাছে দেশি অস্ত্র জমা দিলেন বিবাদমান ২ পক্ষ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি ও চরদৈতরকাঠি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দুটি পক্ষের মধ্যে সংঘাত চলে আসছিল। গতকাল রোববার বিকেলে এ দ্বন্দ্ব নিরসনে থানা–পুলিশের আহ্বানে সাড়া দিয়ে উভয় পক্ষ নিজ নিজ হেফাজতে থাকা দেশি অস্ত্র আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে জমা দিয়েছে।

থানা সূত্রে জানা যায়, স্থানীয় গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অস্ত্র জমাদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন। ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোস্তফা জামান সিদ্দিকী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সরোজ কর, থানার উপপরিদর্শক মো. কাজী আবুল বাসার, স্কুলশিক্ষক আবুয়াল হেলাল, মো. আরিফুর রহমান প্রমুখ।

ফরিদপুর থানার এসআই কাজী আবুল বাসার বলেন, গোহাইলবাড়ি গ্রামের মো. মোস্তফা জামান সিদ্দিকী ও আরিফুর রহমান পক্ষ ওই সভায় পরস্পরের বিরুদ্ধে ভবিষ্যতে দ্বন্দ্ব সংঘাতে না জড়ানোর অঙ্গীকার করেন। এ সময় উভয় পক্ষের হেফাজতে থাকা মোট আটটি ঢাল, চারটি লোহার সড়কি ও একটি বল্লম পুলিশের কাছে জমা দেয়। দেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত