নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ী ও দোকানমালিকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনেক্স কো টাওয়ারের সামনে অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। বঙ্গবাজারের পুড়ে যাওয়া মার্কেটের দ্বিতীয় তলায় ৫৮/১ নম্বর দোকান ছিল রিপনের। তিনি মিরপুরের বাসিন্দা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হট্টগোলের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও সেখানকার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাকে সরকারের পক্ষ থেকে অর্থ সংগ্রহের জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি। ব্যবসায়ীদের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব। তাঁদের কার্যক্রমে বিরক্ত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করেছি। কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে অ্যালটমেন্ট পাবেন তা ঠিক করবে সিটি করপোরেশন।’
নানাভাবে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা পাবেন? এমন প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টাকাগুলো তুলে সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দেব। তাঁরা এই টাকাটা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এই টাকা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানমালিকদের প্রদান করা হবে।’
হাতাহাতি-হট্টগোলের কারণ জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা বলেন, ‘এখানে আগুনের ঘটনায় ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো দোকান অক্ষত ছিল না। নিচতলা, দোতলা, তিনতলার কিছুই অবশিষ্ট নেই। কিন্তু, এখন কেউ কেউ এসে বলা শুরু করল, এখানে নাকি ২ হাজার ৬০০ দোকান। বাকি দোকান নাকি ঘাপলা। এটা শুনে ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষুব্ধ হয়েছেন। ধাওয়া করেছেন।’
মো. নাজমুল হুদা আরও বলেন, ‘আমরা ধরে ধরে খুঁজে বের করে তালিকা করেছি। তালিকায় ২ হাজার ৯৬১ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম এসেছে। সেই তালিকা আমরা সিটি করপোরেশনকে দিয়েছি। কেউ যদি এখন এখানে এসে হট্টগোল লাগানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে তাহলে তো সমস্যা।’
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ী ও দোকানমালিকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনেক্স কো টাওয়ারের সামনে অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। বঙ্গবাজারের পুড়ে যাওয়া মার্কেটের দ্বিতীয় তলায় ৫৮/১ নম্বর দোকান ছিল রিপনের। তিনি মিরপুরের বাসিন্দা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হট্টগোলের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও সেখানকার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাকে সরকারের পক্ষ থেকে অর্থ সংগ্রহের জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি। ব্যবসায়ীদের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব। তাঁদের কার্যক্রমে বিরক্ত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করেছি। কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে অ্যালটমেন্ট পাবেন তা ঠিক করবে সিটি করপোরেশন।’
নানাভাবে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা পাবেন? এমন প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টাকাগুলো তুলে সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দেব। তাঁরা এই টাকাটা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এই টাকা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানমালিকদের প্রদান করা হবে।’
হাতাহাতি-হট্টগোলের কারণ জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা বলেন, ‘এখানে আগুনের ঘটনায় ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো দোকান অক্ষত ছিল না। নিচতলা, দোতলা, তিনতলার কিছুই অবশিষ্ট নেই। কিন্তু, এখন কেউ কেউ এসে বলা শুরু করল, এখানে নাকি ২ হাজার ৬০০ দোকান। বাকি দোকান নাকি ঘাপলা। এটা শুনে ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষুব্ধ হয়েছেন। ধাওয়া করেছেন।’
মো. নাজমুল হুদা আরও বলেন, ‘আমরা ধরে ধরে খুঁজে বের করে তালিকা করেছি। তালিকায় ২ হাজার ৯৬১ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম এসেছে। সেই তালিকা আমরা সিটি করপোরেশনকে দিয়েছি। কেউ যদি এখন এখানে এসে হট্টগোল লাগানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে তাহলে তো সমস্যা।’
তাঁদের অভিযোগ, কয়েক দিন আগে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা নিয়ে পুলিশের সঙ্গে সিজুর বিরোধ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। বক্তারা বলেন, ‘সিজু সাঁতার জানত। সে পালানোর সময় পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়নি। পুলিশই পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে
২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সদ্য ঘোষিত উপজেলার বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ সময় গঠিত কম
১৬ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়
১৮ মিনিট আগেঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।
৩০ মিনিট আগে