কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মো. সোহরাব উদ্দিন। তাঁর প্রতীক ছিল ঈগল। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল কাহার আকন্দ। পরাজিত হয়ে তিনি বলেন, ‘এই আসনে ব্যাপক অনিয়ম হয়েছে। আমি এই নির্বাচন মেনে নেইনি।’
মঙ্গলবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহার আকন্দ।
আব্দুল কাহার আকন্দ বলেন, ‘আমি এই নির্বাচন মেনে নেইনি। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব। এই আসনে ব্যাপক অনিয়ম হয়েছে।’
এদিকে, এই আসনে নির্বাচন করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক প্রতীকে)। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘আমি ঘুমিয়ে থাকলেও পাস করব।’ কিন্তু তিনি জামানাত হারিয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, কিশোরগঞ্জ-২ আসনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন পায়নি। তাঁকে সরিয়ে এ আসনে নৌকা তুলে দেওয়া হয়েছিলো পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল কাহার আকন্দের হাতে। তিনি নৌকার মান রাখতে পারেননি। দুই বছর আগে পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক হয়েছিলেন সোহরাব। স্থানীয় আওয়ামী রাজনীতিতে সোহরাব উদ্দিনের নিয়ন্ত্রণ খুবই শক্তিশালী।
সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। ২০১৪ সালে আমি সংসদ সদস্য ছিলাম। আমার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হইছে। স্বাধীনতার পরে অন্য কারও সময় তা সম্ভব হয়নি। এইজন্য ভোটার ও নেতা-কর্মীদের মধ্যে আশা ছিলো আমার দ্বারা ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষের বিশ্বাস আমার দ্বারা সামাজিক নিরাপত্তা পাবে। আর তাই ভোটাররা আমাকে বিজয়ী করিয়েছে। আওয়ামী লীগে থেকে নৌকার বিরুদ্ধে নির্বাচন করা কঠিন বিষয়। কিন্তু আমাদের নেত্রীর কথার উপর ভরসা রেখে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম।’
এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘এখানে একজন প্রার্থী ছিল মেজর আখতারুজ্জামান সাহেব। তিনি ঘোষণা দিছিলেন তিনি ঘুমিয়ে থাকলেও পাস করবেন। এরপরে উনার পক্ষে জানি না এটা সঠিক কিনা ভূয়া হতে পারে— এনএসআইয়ের নাম করে তারা আমার অনেক নেতা-কর্মীদের হয়রানি করছে ওইসময়। ইভেন এমনও বলা হইছে ট্রাকে না উঠলে গুলি করা হবে। এমন অনেক কথাবার্তা বলার পরেও আমাকে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে কাজ করতে হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি ও করুনা এমন প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমি জয়লাভ করেছি।’
প্রসঙ্গত, সোহরাব উদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট। অন্যদিকে মেজর (অব.) আখতারুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।
আরও পড়ুন:
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মো. সোহরাব উদ্দিন। তাঁর প্রতীক ছিল ঈগল। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল কাহার আকন্দ। পরাজিত হয়ে তিনি বলেন, ‘এই আসনে ব্যাপক অনিয়ম হয়েছে। আমি এই নির্বাচন মেনে নেইনি।’
মঙ্গলবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহার আকন্দ।
আব্দুল কাহার আকন্দ বলেন, ‘আমি এই নির্বাচন মেনে নেইনি। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব। এই আসনে ব্যাপক অনিয়ম হয়েছে।’
এদিকে, এই আসনে নির্বাচন করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক প্রতীকে)। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘আমি ঘুমিয়ে থাকলেও পাস করব।’ কিন্তু তিনি জামানাত হারিয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, কিশোরগঞ্জ-২ আসনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন পায়নি। তাঁকে সরিয়ে এ আসনে নৌকা তুলে দেওয়া হয়েছিলো পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল কাহার আকন্দের হাতে। তিনি নৌকার মান রাখতে পারেননি। দুই বছর আগে পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক হয়েছিলেন সোহরাব। স্থানীয় আওয়ামী রাজনীতিতে সোহরাব উদ্দিনের নিয়ন্ত্রণ খুবই শক্তিশালী।
সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। ২০১৪ সালে আমি সংসদ সদস্য ছিলাম। আমার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হইছে। স্বাধীনতার পরে অন্য কারও সময় তা সম্ভব হয়নি। এইজন্য ভোটার ও নেতা-কর্মীদের মধ্যে আশা ছিলো আমার দ্বারা ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষের বিশ্বাস আমার দ্বারা সামাজিক নিরাপত্তা পাবে। আর তাই ভোটাররা আমাকে বিজয়ী করিয়েছে। আওয়ামী লীগে থেকে নৌকার বিরুদ্ধে নির্বাচন করা কঠিন বিষয়। কিন্তু আমাদের নেত্রীর কথার উপর ভরসা রেখে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম।’
এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘এখানে একজন প্রার্থী ছিল মেজর আখতারুজ্জামান সাহেব। তিনি ঘোষণা দিছিলেন তিনি ঘুমিয়ে থাকলেও পাস করবেন। এরপরে উনার পক্ষে জানি না এটা সঠিক কিনা ভূয়া হতে পারে— এনএসআইয়ের নাম করে তারা আমার অনেক নেতা-কর্মীদের হয়রানি করছে ওইসময়। ইভেন এমনও বলা হইছে ট্রাকে না উঠলে গুলি করা হবে। এমন অনেক কথাবার্তা বলার পরেও আমাকে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে কাজ করতে হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি ও করুনা এমন প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমি জয়লাভ করেছি।’
প্রসঙ্গত, সোহরাব উদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট। অন্যদিকে মেজর (অব.) আখতারুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১ ঘণ্টা আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১ ঘণ্টা আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে