Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে খেজুর রস সংগ্রহকারীদের সেই ব্যস্ততা আর নেই 

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৭
সিদ্ধিরগঞ্জে খেজুর রস সংগ্রহকারীদের সেই ব্যস্ততা আর নেই 

সারা দেশের মতো একসময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের খেজুরের রস সংগ্রহকারী গাছিদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন সেই ব্যস্ততা আর নেই, নেই তাড়াও। থেমে গেছে খেজুর রস সংগ্রহ করে বিক্রির প্রতিযোগিতাও। দিন দিন কমে যাচ্ছে খেজুরগাছও। অনেক পুরোনো গাছগুলো থেকেও এখন আর বেশি রস মেলে না। লাগানো হয় না নতুন গাছ। পরিচর্যার অভাবে মারা যাচ্ছে এসব গাছ। বছরে একবার রস সংগ্রহের পর কেউ খোঁজ রাখে না এসব গাছের। 

সিদ্ধিরগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস। একসময় শীত এলেই এলাকার মানুষ খেজুরগাছ কাটায় ব্যস্ত হয়ে পড়তেন। ঘন কুয়াশা আর কনকনে শীতের সকালে কে কার আগে খেজুরগাছ কেটে প্রকৃতির উপহার খেজুর রস সংগ্রহ করতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমে পড়তেন। ছুটির দিনের শীতের সকালে খেজুর রসে তৈরি নানা পিঠা-পায়েস ছিল সব শ্রেণির মানুষের পছন্দের খাবার। 

২৫/৩০ বছর আগেও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার শত শত খেজুরগাছ থেকে রস সংগ্রহ করতেন গাছিরা। কিন্তু বিগত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, গাছ কেটে বাড়িঘর নির্মাণের ফলে দেখা দিয়েছে খেজুরগাছের সংকট। এখন গাছ নেই বললেই চলে। তাই খেজুরের রস আর তেমন পাওয়া যাচ্ছে না। 

সিদ্ধিরগঞ্জ বাজারের আওলাদ হক জানান, এখন আগের মতো খেজুরগাছ পাওয়া যায় না। দু-একটা গাছ থাকলেও সেই গাছ কাটতে কাউকে দেখি না। নিজের খেজুরগাছ না থাকায় পরের গাছ থেকে রস কিনে খেতে হচ্ছে। 

তিনি আরও জানান, এখন শহরে ঠান্ডা আর কুয়াশা কম থাকায় রসও আগের মতো মিষ্টি হয় না। 

আটি গ্রামের মোবারক খন্দকার বলেন, ‘শীত এলেই আমার মন রস খুঁজে বেড়ায়। ছোটবেলা থেকে খেজুরের রস খাওয়ার অভ্যাস। এর স্বাদই আলাদা। এই রসের যে একটি মিষ্টি গন্ধ আছে, যেটি অন্য কোনো রসে নেই। ছোটবেলায় শীতের সকালে নিজেদের গাছের রস খেতাম। বাড়ি করার কারণে অনেক আগেই বাবা গাছগুলো কেটে ফেলেন। তাই এখন প্রতি গ্লাস ৪০ টাকা করে কিনে খেতে হচ্ছে।’ 

ফরিদপুর থেকে আসা গাছি জাকির হোসেন বলেন, ‘প্রতিবছর ৫০ হাজার টাকা দিয়ে ৩ মাসের জন্য এখানে গাছ কাটতে আসি। আগে অনেক গাছ ছিল। ধীরে ধীরে অনেক গাছ মরে গেছে, এখন প্রায় ৩৪টি গাছ আছে, যেগুলো থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যা মিলিয়ে ৫৫ থেকে ৬০ লিটার রস সংগ্রহ করি। প্রতিটি গাছে নেট দেওয়া আছে, যাতে রসে কোনো ময়লা না পড়ে। গাছ থেকে রস নামানোর পর রস ছেঁকে তারপর বিক্রি করি।’ 

তিনি আরও বলেন, ‘আমার এখানে প্রতিদিনের রস প্রতিদিন শেষ হয়। অনেকে দূর থেকে নিতে আসে কিন্তু রস দিতে পারি না। ফিরিয়ে দিতে হয়। তাই এখন সবাইকে বলি ফোন করে অর্ডার দিয়ে আসতে, তাহলে আর ফিরে যেতে হবে না। বছরে এই তিন মাস শুধু আমি এই ব্যবসা করি, বাকি মাসগুলো গ্রামে অটো চালাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত