Ajker Patrika

যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লেগুনাচালক গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লেগুনাচালক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাত ১টার দিকে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা চালান এক লেগুনাচালক। ওই সময় টহল পুলিশের টর্চের আলো দেখে ওই নারীকে লেগুনা থেকে ফেলে দিয়ে চালক পালিয়ে যান। পরে ঘটনাস্থলে এগিয়ে গেলে পুলিশকে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

আজ বুধবার দুপুরে ওই লেগুনাচালককে শনাক্তের পর উপজেলার নিমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা-পুলিশ। সেই সঙ্গে তাঁর লেগুনাটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইয়াছিন (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাহাদিয়া গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা থেকে লেগুনায় করে সিরাজদিখানে স্বামীর বাড়িতে ফিরছিলেন ভুক্তভোগী ওই নারী। পথে নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া কবরস্থানের সামনে রাত সোয়া ১টার দিকে লেগুনা থামিয়ে তাঁকে ধর্ষণচেষ্টা করেন লেগুনার চালক। এ সময় ওই এলাকায় ডিউটিরত পুলিশ টর্চলাইট মারলে অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীকে লেগুনা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লেগুনা নিয়ে পুনরায় নিমতলা স্ট্যান্ডের দিকে চলে যান। তৎক্ষণাৎ পুলিশ সেখানে উপস্থিত হলে ভুক্তভোগী নারী পুলিশকে ধর্ষণচেষ্টার বিষয়টি জানান। পরে পুলিশ সিসি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত লেগুনাচালককে শনাক্ত করে গ্রেপ্তার করে এবং তার লেগুনা গাড়িটি জব্দ করে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক আজকের পত্রিকাকে জানান, ‘ধর্ষণচেষ্টার খবর জানার পরে অভিযোগ আমলে নেয় পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান পরিচালনা করিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লেগুনাটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...