Ajker Patrika

এক ইলিশের দাম ৬ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
এক ইলিশের দাম ৬ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। ইলিশটি ৬ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে।

আজ বুধবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব‍্যবসায়ী চান্দু মোল্লা।

মাছ ব‍্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘আজ ভোরে পদ্মা নদীতে মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। এ সময় ওজন দিয়ে দেখি ১ কেজি ৯০০ গ্রাম। নিলামে অংশগ্রহণ করে মাছটি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার ৮০ টাকায় কিনে নিয়েছি।’

চান্দু মোল্লা আরও বলেন, মাছটি বিক্রির জন‍্য মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান বলেন, জেলের জালে প্রায় দুই কেজি ওজনের ইলিশ ধরা পড়ার খবরটি তিনি এখনো জানতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত