Ajker Patrika

নরসিংদীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলনে ৬ দাবি

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩৬
নরসিংদীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলনে ৬ দাবি

নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ছয়টি দাবি পূরণের আহ্বান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সারা দেশে সংবাদ করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূঁইয়া দাবিগুলো তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে—ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু। এসব দাবি পূরণ না হলে আগামী ২ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এর পরও দাবি মেনে নেওয়া না হলে ১০ অক্টোবর থেকে টানা তিন দিনের কর্মবিরতির হুঁশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকেরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন লাভলুসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত