বিশেষ প্রতিনিধি, ঢাকা
দেশে প্রবাসীদের ক্ষেত্রে শুধু আর্থিক অবদানই নয়, সেই সঙ্গে সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ সোমবার প্রবাসী কল্যাণ ভবনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, প্রবাসী কর্মীদের কথা আসলে কেবল অর্থনৈতিক অবদানের কথা বলা হয়। জিডিপির কত অংশ, শ্রমশক্তির কত অংশ সেগুলো নিয়ে কথা হয়। তবে শুধু আর্থিক অবদানটাই বিবেচ্য বিষয় হতে পারে না। তাঁদের সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে।
মাহবুব হোসেন আরও বলেন, ‘প্রবাসীরা যখন বিদেশ থাকেন, তখন তাঁরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতির প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন, সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়। স্বাস্থ্যসেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের অবদানকে মূল্যায়ন করা উচিত।’
সচিব বলেন, ‘আমরা মাঠপর্যায়ে যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি, সেখানে সমাজের নানা অংশীজনকে সম্পৃক্ত করা হয়। আমি ঠিক মনে করতে পারছি না, প্রবাসীদের সেসব অনুষ্ঠানে সম্পৃক্ত করা হয় কি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি ভেবে দেখার এবং পরীক্ষা করে দেখার অনুরোধ জানাব।’
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।
দেশে প্রবাসীদের ক্ষেত্রে শুধু আর্থিক অবদানই নয়, সেই সঙ্গে সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ সোমবার প্রবাসী কল্যাণ ভবনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, প্রবাসী কর্মীদের কথা আসলে কেবল অর্থনৈতিক অবদানের কথা বলা হয়। জিডিপির কত অংশ, শ্রমশক্তির কত অংশ সেগুলো নিয়ে কথা হয়। তবে শুধু আর্থিক অবদানটাই বিবেচ্য বিষয় হতে পারে না। তাঁদের সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে।
মাহবুব হোসেন আরও বলেন, ‘প্রবাসীরা যখন বিদেশ থাকেন, তখন তাঁরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতির প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন, সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়। স্বাস্থ্যসেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের অবদানকে মূল্যায়ন করা উচিত।’
সচিব বলেন, ‘আমরা মাঠপর্যায়ে যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি, সেখানে সমাজের নানা অংশীজনকে সম্পৃক্ত করা হয়। আমি ঠিক মনে করতে পারছি না, প্রবাসীদের সেসব অনুষ্ঠানে সম্পৃক্ত করা হয় কি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি ভেবে দেখার এবং পরীক্ষা করে দেখার অনুরোধ জানাব।’
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।
ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদক সেবন করছিলেন কয়েক যুবক। বিষয়টি দেখে স্থানীয় ১০-১২ জন তরুণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ তরুণকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবীরা। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
৪ মিনিট আগেপূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু শরীফ বাহিনী এক জেলেকে অপহরণ করেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে।
২৯ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে পেট্রল ঢেলে এক বিএনপি নেতার কম্বাইন হারভেস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান মিলনের বাড়িতে গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈশ্বরদী থানায় অভিযোগ
৩১ মিনিট আগেকক্সবাজারের পেকুয়া উপজেলায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজ এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মজিব (১৭)। আজ মঙ্গলবার পেকুয়া সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। কিশোর মজিব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর
৩৩ মিনিট আগে