উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গত দুই মাসে হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
আজ মঙ্গলবার এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট কার্যালয়ে ১৬২টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান। মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও বিকিউএম ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী।
মোবাইল হাতে পেয়ে মগবাজারের ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘এর আগে একটা আইফোন হারিয়েছি। সেটা পাইনি। এবার পাব ভাবিনি। যেভাবে উদ্ধার করেছে মোবাইলটা তাতে পুলিশের ওপর আমার আস্থা অনেক বেড়ে গেল।’
গত ২১ জানুয়ারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মোহাম্মদ ফয়জুদ্দিনের মোবাইল ছিনতাই হয়েছিল। মোবাইলটি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাই হওয়া সেই মোবাইলটি তাঁকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান বলেন, ‘মোবাইল ফোন উদ্ধারের প্রক্রিয়া অত সহজ নয়। প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়। এটার জের ধরে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের প্রচুর কষ্ট করতে হয়। এরপরও আমরা করি কাজটা, কারণ আমরা যদি না করে হাল ছেড়ে দিই তাহলে এই যে মোবাইল ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব জিনিস বাড়বেই। এসব তৎপরতার কারণে তারাও (ছিনতাইকারীরা) আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা মোবাইল উদ্ধারের কাজ ভালোভাবে করার চেষ্টা করি এবং আমাদের সাফল্যের হারও বেশি।’
গাজীপুর চৌরাস্তা শালনা থেকে গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ রমজান আলীর মোবাইল চুরি হয়েছিল। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত রমজান বলেন, ‘পুলিশের প্রতি আমার আস্থা ছিল। মোবাইল ফিরে পেয়ে খুব খুশি আমি।’
গত দুই মাসে হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
আজ মঙ্গলবার এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট কার্যালয়ে ১৬২টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান। মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও বিকিউএম ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী।
মোবাইল হাতে পেয়ে মগবাজারের ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘এর আগে একটা আইফোন হারিয়েছি। সেটা পাইনি। এবার পাব ভাবিনি। যেভাবে উদ্ধার করেছে মোবাইলটা তাতে পুলিশের ওপর আমার আস্থা অনেক বেড়ে গেল।’
গত ২১ জানুয়ারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মোহাম্মদ ফয়জুদ্দিনের মোবাইল ছিনতাই হয়েছিল। মোবাইলটি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাই হওয়া সেই মোবাইলটি তাঁকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান বলেন, ‘মোবাইল ফোন উদ্ধারের প্রক্রিয়া অত সহজ নয়। প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়। এটার জের ধরে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের প্রচুর কষ্ট করতে হয়। এরপরও আমরা করি কাজটা, কারণ আমরা যদি না করে হাল ছেড়ে দিই তাহলে এই যে মোবাইল ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব জিনিস বাড়বেই। এসব তৎপরতার কারণে তারাও (ছিনতাইকারীরা) আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা মোবাইল উদ্ধারের কাজ ভালোভাবে করার চেষ্টা করি এবং আমাদের সাফল্যের হারও বেশি।’
গাজীপুর চৌরাস্তা শালনা থেকে গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ রমজান আলীর মোবাইল চুরি হয়েছিল। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত রমজান বলেন, ‘পুলিশের প্রতি আমার আস্থা ছিল। মোবাইল ফিরে পেয়ে খুব খুশি আমি।’
‘মেয়েটি বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই ঘটনায় তিনি মামলা করেছিলেন। আবারও তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই বাবাকে হত্যা করেছেন বলে মেয়েটি আমাদের জানিয়েছেন।’
১৭ মিনিট আগেপতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।
২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
২ ঘণ্টা আগেআজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
২ ঘণ্টা আগে