কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। চাহিদার তুলনায় কম ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং এবং অনির্ভরযোগ্য সংযোগে বিঘ্ন ঘটছে পাঠদান, গবেষণা, অনলাইন ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সমসাময়িককালে প্রতিষ্ঠিত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎবিভ্রাট চলাকালীন জেনারেটর সুবিধা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সুবিধা।
২২ মে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ ছাড়া ২৪ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা বলছেন, সামান্য বৃষ্টি বা বজ্রপাত হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। তাঁদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যা নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী মায়া ইসলাম বলেন, ‘হলের সব সুযোগ-সুবিধার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিদ্যুৎ। কিন্তু এখন কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, খুব ঘন ঘন লোডশেডিং হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে প্রায়ই হলে খাবার পানির সংকট দেখা দেয়। ওয়াইফাইয়ের অবস্থাও খুব খারাপ। বিদ্যুৎ আসলেও কানেক্ট হতে হতে আবার চলে যায়। অনেক কোর্সের ক্লাস অনলাইনে হয়। দেখা যায় লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়তে হয়।’
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফ বলেন, ‘আমাদের পড়ালেখার বড় অংশ এখন প্রযুক্তিনির্ভর। ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার এবং অনলাইনভিত্তিক কোর্সের কারণে বিদ্যুৎবিভ্রাট আমাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লাস চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নিতে পারেন না। সামান্য মেঘ বা বাতাসেই বিদ্যুৎ চলে যায়। আবাসিক শিক্ষার্থীদের জন্য এই সমস্যা আরও ভয়াবহ। গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিশ্রাম নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে।’ কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো. আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যুৎবিভ্রাটের হার কুবিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে। একাধারে ঘন ঘন বিদ্যুৎ যায় এবং ফিরতেও সময় লাগে, যার ফলে টার্ম পেপার, গবেষণা ও প্রস্তুতিতে বড় বাধার সৃষ্টি হচ্ছে। ওয়াইফাই রাউটার বিদ্যুৎনির্ভর হওয়ায় ইন্টারনেট সংযোগও বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এতে অনলাইন ক্লাস, রিসার্চ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
শিক্ষকেরাও এই বিদ্যুৎ সমস্যার ভুক্তভোগী। বারবার বিদ্যুৎবিভ্রাটে পাঠদানের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে। ক্লাসরুম আধুনিক প্রযুক্তিনির্ভর হলেও বিদ্যুৎবিভ্রাটে এসব প্রযুক্তি ব্যবহার সাময়িক সময়ের জন্য অকেজো হয়ে যাচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদ্যুৎবিভ্রাটের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে আবাসিক হলগুলোতে বিদ্যুৎ না থাকায় পানির সংকটের পাশাপাশি ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিচ্ছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও শিক্ষাচর্চায় মারাত্মক প্রভাব ফেলছে।’
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে কোটবাড়ী সাবস্টেশন। বিশ্ববিদ্যালয়ের জন্য ৬০০ কিলোওয়াট অনুমোদন নেওয়া থাকলেও সর্বশেষ রেকর্ড পর্যন্ত সর্বোচ্চ ৫০০ কিলোওয়াট সরবরাহ হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর দাবি, রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহারের ফলে ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) মো. জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ কোটবাড়ী সাবস্টেশনের আওতাধীন। এই সাবস্টেশন থেকে কুমিল্লা বার্ড, পলিটেকনিক, ক্যাডেট কলেজ, টিটিসিসহ কোটবাড়ী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে সাবস্টেশনে কোনো মেরামতকাজ বা ঝড়বৃষ্টিতে লাইনে গাছ বা ডালপালা পড়লেই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহার করছেন, যা নির্ধারিত সার্কিট ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ টানে। এর ফলে সার্কিট পুড়ে যাওয়া বা ওভারলোড হয়ে লাইন বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটে।’ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিডিবি থেকে আমরা বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ চাহিদা (৬০০ কিলোওয়াট) জানিয়েছি, তা পূরণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ ব্যবহার সর্বোচ্চ ৫০০ কিলোওয়াটের মতো রেকর্ড করা হয়েছে। চাহিদার চেয়ে কম ব্যবহার হওয়ায় সরবরাহে ঘাটতির কোনো বিষয় নেই।’ কোটবাড়ী সাবস্টেশনের উপসহকারী প্রকৌশলী পিন্টু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে ডিমান্ড চার্জ (চাহিদার সীমা) অতিক্রম করেনি। যেহেতু কোটবাড়ী ফিডার (সাবস্টেশন) থেকে একাধিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাই কোথাও কোনো সমস্যা হলে অন্য সংযুক্ত স্থানগুলোর সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্মিলিত ফিডারে লোডশেডিংও একযোগে হয়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘কিছু সময়ের জন্য পাঁচ-দশ মিনিটের যে বিদ্যুৎ বন্ধ থাকে, তা আসলে লোডশেডিং নয়। লাইনে সমস্যা দেখা দিলে মেরামতের প্রয়োজনেই সাময়িকভাবে সংযোগ বন্ধ রাখা হয়।’ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সাবস্টেশন স্থাপন বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ সাবস্টেশন রয়েছে। তবে একটি প্রধান সাবস্টেশন স্থাপন করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বিদ্যুৎ চাহিদা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটি পুরোপুরি তাদের সিদ্ধান্তের বিষয়।’
সাম্প্রতিক বিদ্যুৎবিভ্রাট নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সাম্প্রতিক সিন্ডিকেট সভায় আমরা বিদ্যুৎবিভ্রাটের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছি। আমাদের বিদ্যুৎ সংযোগের লাইনটি বনজঙ্গল ঘেরা এলাকায় দিয়ে এসেছে, ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের ব্যবস্থা করব। এ বিষয়ে সরকারের কাছে শিগগিরই লিখিত আবেদন জানানো হবে। আশা করি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎবিভ্রাটের সমস্যা অনেকাংশে কমে আসবে।’
বিশ্ববিদ্যালয়কে জেনারেটর সুবিধার বিষয়ে তিনি বলেন, ‘বুয়েটে জেনারেটর সুবিধা রয়েছে, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আপাতত আমরা এই প্রকল্পটি নিয়ে ভাবছি না।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। চাহিদার তুলনায় কম ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং এবং অনির্ভরযোগ্য সংযোগে বিঘ্ন ঘটছে পাঠদান, গবেষণা, অনলাইন ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সমসাময়িককালে প্রতিষ্ঠিত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎবিভ্রাট চলাকালীন জেনারেটর সুবিধা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সুবিধা।
২২ মে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ ছাড়া ২৪ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা বলছেন, সামান্য বৃষ্টি বা বজ্রপাত হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। তাঁদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যা নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী মায়া ইসলাম বলেন, ‘হলের সব সুযোগ-সুবিধার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিদ্যুৎ। কিন্তু এখন কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, খুব ঘন ঘন লোডশেডিং হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে প্রায়ই হলে খাবার পানির সংকট দেখা দেয়। ওয়াইফাইয়ের অবস্থাও খুব খারাপ। বিদ্যুৎ আসলেও কানেক্ট হতে হতে আবার চলে যায়। অনেক কোর্সের ক্লাস অনলাইনে হয়। দেখা যায় লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়তে হয়।’
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফ বলেন, ‘আমাদের পড়ালেখার বড় অংশ এখন প্রযুক্তিনির্ভর। ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার এবং অনলাইনভিত্তিক কোর্সের কারণে বিদ্যুৎবিভ্রাট আমাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লাস চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নিতে পারেন না। সামান্য মেঘ বা বাতাসেই বিদ্যুৎ চলে যায়। আবাসিক শিক্ষার্থীদের জন্য এই সমস্যা আরও ভয়াবহ। গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিশ্রাম নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে।’ কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো. আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যুৎবিভ্রাটের হার কুবিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে। একাধারে ঘন ঘন বিদ্যুৎ যায় এবং ফিরতেও সময় লাগে, যার ফলে টার্ম পেপার, গবেষণা ও প্রস্তুতিতে বড় বাধার সৃষ্টি হচ্ছে। ওয়াইফাই রাউটার বিদ্যুৎনির্ভর হওয়ায় ইন্টারনেট সংযোগও বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এতে অনলাইন ক্লাস, রিসার্চ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
শিক্ষকেরাও এই বিদ্যুৎ সমস্যার ভুক্তভোগী। বারবার বিদ্যুৎবিভ্রাটে পাঠদানের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে। ক্লাসরুম আধুনিক প্রযুক্তিনির্ভর হলেও বিদ্যুৎবিভ্রাটে এসব প্রযুক্তি ব্যবহার সাময়িক সময়ের জন্য অকেজো হয়ে যাচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদ্যুৎবিভ্রাটের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে আবাসিক হলগুলোতে বিদ্যুৎ না থাকায় পানির সংকটের পাশাপাশি ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিচ্ছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও শিক্ষাচর্চায় মারাত্মক প্রভাব ফেলছে।’
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে কোটবাড়ী সাবস্টেশন। বিশ্ববিদ্যালয়ের জন্য ৬০০ কিলোওয়াট অনুমোদন নেওয়া থাকলেও সর্বশেষ রেকর্ড পর্যন্ত সর্বোচ্চ ৫০০ কিলোওয়াট সরবরাহ হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর দাবি, রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহারের ফলে ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) মো. জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ কোটবাড়ী সাবস্টেশনের আওতাধীন। এই সাবস্টেশন থেকে কুমিল্লা বার্ড, পলিটেকনিক, ক্যাডেট কলেজ, টিটিসিসহ কোটবাড়ী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে সাবস্টেশনে কোনো মেরামতকাজ বা ঝড়বৃষ্টিতে লাইনে গাছ বা ডালপালা পড়লেই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহার করছেন, যা নির্ধারিত সার্কিট ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ টানে। এর ফলে সার্কিট পুড়ে যাওয়া বা ওভারলোড হয়ে লাইন বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটে।’ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিডিবি থেকে আমরা বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ চাহিদা (৬০০ কিলোওয়াট) জানিয়েছি, তা পূরণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ ব্যবহার সর্বোচ্চ ৫০০ কিলোওয়াটের মতো রেকর্ড করা হয়েছে। চাহিদার চেয়ে কম ব্যবহার হওয়ায় সরবরাহে ঘাটতির কোনো বিষয় নেই।’ কোটবাড়ী সাবস্টেশনের উপসহকারী প্রকৌশলী পিন্টু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে ডিমান্ড চার্জ (চাহিদার সীমা) অতিক্রম করেনি। যেহেতু কোটবাড়ী ফিডার (সাবস্টেশন) থেকে একাধিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাই কোথাও কোনো সমস্যা হলে অন্য সংযুক্ত স্থানগুলোর সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্মিলিত ফিডারে লোডশেডিংও একযোগে হয়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘কিছু সময়ের জন্য পাঁচ-দশ মিনিটের যে বিদ্যুৎ বন্ধ থাকে, তা আসলে লোডশেডিং নয়। লাইনে সমস্যা দেখা দিলে মেরামতের প্রয়োজনেই সাময়িকভাবে সংযোগ বন্ধ রাখা হয়।’ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সাবস্টেশন স্থাপন বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ সাবস্টেশন রয়েছে। তবে একটি প্রধান সাবস্টেশন স্থাপন করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বিদ্যুৎ চাহিদা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটি পুরোপুরি তাদের সিদ্ধান্তের বিষয়।’
সাম্প্রতিক বিদ্যুৎবিভ্রাট নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সাম্প্রতিক সিন্ডিকেট সভায় আমরা বিদ্যুৎবিভ্রাটের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছি। আমাদের বিদ্যুৎ সংযোগের লাইনটি বনজঙ্গল ঘেরা এলাকায় দিয়ে এসেছে, ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের ব্যবস্থা করব। এ বিষয়ে সরকারের কাছে শিগগিরই লিখিত আবেদন জানানো হবে। আশা করি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎবিভ্রাটের সমস্যা অনেকাংশে কমে আসবে।’
বিশ্ববিদ্যালয়কে জেনারেটর সুবিধার বিষয়ে তিনি বলেন, ‘বুয়েটে জেনারেটর সুবিধা রয়েছে, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আপাতত আমরা এই প্রকল্পটি নিয়ে ভাবছি না।’
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। চাহিদার তুলনায় কম ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং এবং অনির্ভরযোগ্য সংযোগে বিঘ্ন ঘটছে পাঠদান, গবেষণা, অনলাইন ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সমসাময়িককালে প্রতিষ্ঠিত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎবিভ্রাট চলাকালীন জেনারেটর সুবিধা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সুবিধা।
২২ মে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ ছাড়া ২৪ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা বলছেন, সামান্য বৃষ্টি বা বজ্রপাত হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। তাঁদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যা নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী মায়া ইসলাম বলেন, ‘হলের সব সুযোগ-সুবিধার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিদ্যুৎ। কিন্তু এখন কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, খুব ঘন ঘন লোডশেডিং হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে প্রায়ই হলে খাবার পানির সংকট দেখা দেয়। ওয়াইফাইয়ের অবস্থাও খুব খারাপ। বিদ্যুৎ আসলেও কানেক্ট হতে হতে আবার চলে যায়। অনেক কোর্সের ক্লাস অনলাইনে হয়। দেখা যায় লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়তে হয়।’
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফ বলেন, ‘আমাদের পড়ালেখার বড় অংশ এখন প্রযুক্তিনির্ভর। ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার এবং অনলাইনভিত্তিক কোর্সের কারণে বিদ্যুৎবিভ্রাট আমাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লাস চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নিতে পারেন না। সামান্য মেঘ বা বাতাসেই বিদ্যুৎ চলে যায়। আবাসিক শিক্ষার্থীদের জন্য এই সমস্যা আরও ভয়াবহ। গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিশ্রাম নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে।’ কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো. আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যুৎবিভ্রাটের হার কুবিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে। একাধারে ঘন ঘন বিদ্যুৎ যায় এবং ফিরতেও সময় লাগে, যার ফলে টার্ম পেপার, গবেষণা ও প্রস্তুতিতে বড় বাধার সৃষ্টি হচ্ছে। ওয়াইফাই রাউটার বিদ্যুৎনির্ভর হওয়ায় ইন্টারনেট সংযোগও বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এতে অনলাইন ক্লাস, রিসার্চ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
শিক্ষকেরাও এই বিদ্যুৎ সমস্যার ভুক্তভোগী। বারবার বিদ্যুৎবিভ্রাটে পাঠদানের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে। ক্লাসরুম আধুনিক প্রযুক্তিনির্ভর হলেও বিদ্যুৎবিভ্রাটে এসব প্রযুক্তি ব্যবহার সাময়িক সময়ের জন্য অকেজো হয়ে যাচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদ্যুৎবিভ্রাটের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে আবাসিক হলগুলোতে বিদ্যুৎ না থাকায় পানির সংকটের পাশাপাশি ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিচ্ছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও শিক্ষাচর্চায় মারাত্মক প্রভাব ফেলছে।’
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে কোটবাড়ী সাবস্টেশন। বিশ্ববিদ্যালয়ের জন্য ৬০০ কিলোওয়াট অনুমোদন নেওয়া থাকলেও সর্বশেষ রেকর্ড পর্যন্ত সর্বোচ্চ ৫০০ কিলোওয়াট সরবরাহ হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর দাবি, রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহারের ফলে ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) মো. জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ কোটবাড়ী সাবস্টেশনের আওতাধীন। এই সাবস্টেশন থেকে কুমিল্লা বার্ড, পলিটেকনিক, ক্যাডেট কলেজ, টিটিসিসহ কোটবাড়ী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে সাবস্টেশনে কোনো মেরামতকাজ বা ঝড়বৃষ্টিতে লাইনে গাছ বা ডালপালা পড়লেই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহার করছেন, যা নির্ধারিত সার্কিট ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ টানে। এর ফলে সার্কিট পুড়ে যাওয়া বা ওভারলোড হয়ে লাইন বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটে।’ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিডিবি থেকে আমরা বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ চাহিদা (৬০০ কিলোওয়াট) জানিয়েছি, তা পূরণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ ব্যবহার সর্বোচ্চ ৫০০ কিলোওয়াটের মতো রেকর্ড করা হয়েছে। চাহিদার চেয়ে কম ব্যবহার হওয়ায় সরবরাহে ঘাটতির কোনো বিষয় নেই।’ কোটবাড়ী সাবস্টেশনের উপসহকারী প্রকৌশলী পিন্টু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে ডিমান্ড চার্জ (চাহিদার সীমা) অতিক্রম করেনি। যেহেতু কোটবাড়ী ফিডার (সাবস্টেশন) থেকে একাধিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাই কোথাও কোনো সমস্যা হলে অন্য সংযুক্ত স্থানগুলোর সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্মিলিত ফিডারে লোডশেডিংও একযোগে হয়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘কিছু সময়ের জন্য পাঁচ-দশ মিনিটের যে বিদ্যুৎ বন্ধ থাকে, তা আসলে লোডশেডিং নয়। লাইনে সমস্যা দেখা দিলে মেরামতের প্রয়োজনেই সাময়িকভাবে সংযোগ বন্ধ রাখা হয়।’ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সাবস্টেশন স্থাপন বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ সাবস্টেশন রয়েছে। তবে একটি প্রধান সাবস্টেশন স্থাপন করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বিদ্যুৎ চাহিদা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটি পুরোপুরি তাদের সিদ্ধান্তের বিষয়।’
সাম্প্রতিক বিদ্যুৎবিভ্রাট নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সাম্প্রতিক সিন্ডিকেট সভায় আমরা বিদ্যুৎবিভ্রাটের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছি। আমাদের বিদ্যুৎ সংযোগের লাইনটি বনজঙ্গল ঘেরা এলাকায় দিয়ে এসেছে, ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের ব্যবস্থা করব। এ বিষয়ে সরকারের কাছে শিগগিরই লিখিত আবেদন জানানো হবে। আশা করি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎবিভ্রাটের সমস্যা অনেকাংশে কমে আসবে।’
বিশ্ববিদ্যালয়কে জেনারেটর সুবিধার বিষয়ে তিনি বলেন, ‘বুয়েটে জেনারেটর সুবিধা রয়েছে, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আপাতত আমরা এই প্রকল্পটি নিয়ে ভাবছি না।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। চাহিদার তুলনায় কম ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং এবং অনির্ভরযোগ্য সংযোগে বিঘ্ন ঘটছে পাঠদান, গবেষণা, অনলাইন ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সমসাময়িককালে প্রতিষ্ঠিত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎবিভ্রাট চলাকালীন জেনারেটর সুবিধা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সুবিধা।
২২ মে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ ছাড়া ২৪ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা বলছেন, সামান্য বৃষ্টি বা বজ্রপাত হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। তাঁদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যা নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী মায়া ইসলাম বলেন, ‘হলের সব সুযোগ-সুবিধার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিদ্যুৎ। কিন্তু এখন কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, খুব ঘন ঘন লোডশেডিং হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে প্রায়ই হলে খাবার পানির সংকট দেখা দেয়। ওয়াইফাইয়ের অবস্থাও খুব খারাপ। বিদ্যুৎ আসলেও কানেক্ট হতে হতে আবার চলে যায়। অনেক কোর্সের ক্লাস অনলাইনে হয়। দেখা যায় লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়তে হয়।’
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফ বলেন, ‘আমাদের পড়ালেখার বড় অংশ এখন প্রযুক্তিনির্ভর। ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার এবং অনলাইনভিত্তিক কোর্সের কারণে বিদ্যুৎবিভ্রাট আমাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লাস চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নিতে পারেন না। সামান্য মেঘ বা বাতাসেই বিদ্যুৎ চলে যায়। আবাসিক শিক্ষার্থীদের জন্য এই সমস্যা আরও ভয়াবহ। গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিশ্রাম নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে।’ কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো. আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যুৎবিভ্রাটের হার কুবিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে। একাধারে ঘন ঘন বিদ্যুৎ যায় এবং ফিরতেও সময় লাগে, যার ফলে টার্ম পেপার, গবেষণা ও প্রস্তুতিতে বড় বাধার সৃষ্টি হচ্ছে। ওয়াইফাই রাউটার বিদ্যুৎনির্ভর হওয়ায় ইন্টারনেট সংযোগও বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এতে অনলাইন ক্লাস, রিসার্চ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
শিক্ষকেরাও এই বিদ্যুৎ সমস্যার ভুক্তভোগী। বারবার বিদ্যুৎবিভ্রাটে পাঠদানের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে। ক্লাসরুম আধুনিক প্রযুক্তিনির্ভর হলেও বিদ্যুৎবিভ্রাটে এসব প্রযুক্তি ব্যবহার সাময়িক সময়ের জন্য অকেজো হয়ে যাচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদ্যুৎবিভ্রাটের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে আবাসিক হলগুলোতে বিদ্যুৎ না থাকায় পানির সংকটের পাশাপাশি ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিচ্ছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও শিক্ষাচর্চায় মারাত্মক প্রভাব ফেলছে।’
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে কোটবাড়ী সাবস্টেশন। বিশ্ববিদ্যালয়ের জন্য ৬০০ কিলোওয়াট অনুমোদন নেওয়া থাকলেও সর্বশেষ রেকর্ড পর্যন্ত সর্বোচ্চ ৫০০ কিলোওয়াট সরবরাহ হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর দাবি, রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহারের ফলে ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) মো. জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ কোটবাড়ী সাবস্টেশনের আওতাধীন। এই সাবস্টেশন থেকে কুমিল্লা বার্ড, পলিটেকনিক, ক্যাডেট কলেজ, টিটিসিসহ কোটবাড়ী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে সাবস্টেশনে কোনো মেরামতকাজ বা ঝড়বৃষ্টিতে লাইনে গাছ বা ডালপালা পড়লেই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা রাইস কুকার, হিটার, ইলেকট্রিক চুলা ও আয়রন মেশিন ব্যবহার করছেন, যা নির্ধারিত সার্কিট ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ টানে। এর ফলে সার্কিট পুড়ে যাওয়া বা ওভারলোড হয়ে লাইন বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটে।’ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিডিবি থেকে আমরা বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ চাহিদা (৬০০ কিলোওয়াট) জানিয়েছি, তা পূরণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ ব্যবহার সর্বোচ্চ ৫০০ কিলোওয়াটের মতো রেকর্ড করা হয়েছে। চাহিদার চেয়ে কম ব্যবহার হওয়ায় সরবরাহে ঘাটতির কোনো বিষয় নেই।’ কোটবাড়ী সাবস্টেশনের উপসহকারী প্রকৌশলী পিন্টু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে ডিমান্ড চার্জ (চাহিদার সীমা) অতিক্রম করেনি। যেহেতু কোটবাড়ী ফিডার (সাবস্টেশন) থেকে একাধিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাই কোথাও কোনো সমস্যা হলে অন্য সংযুক্ত স্থানগুলোর সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্মিলিত ফিডারে লোডশেডিংও একযোগে হয়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘কিছু সময়ের জন্য পাঁচ-দশ মিনিটের যে বিদ্যুৎ বন্ধ থাকে, তা আসলে লোডশেডিং নয়। লাইনে সমস্যা দেখা দিলে মেরামতের প্রয়োজনেই সাময়িকভাবে সংযোগ বন্ধ রাখা হয়।’ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সাবস্টেশন স্থাপন বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ সাবস্টেশন রয়েছে। তবে একটি প্রধান সাবস্টেশন স্থাপন করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বিদ্যুৎ চাহিদা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটি পুরোপুরি তাদের সিদ্ধান্তের বিষয়।’
সাম্প্রতিক বিদ্যুৎবিভ্রাট নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সাম্প্রতিক সিন্ডিকেট সভায় আমরা বিদ্যুৎবিভ্রাটের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছি। আমাদের বিদ্যুৎ সংযোগের লাইনটি বনজঙ্গল ঘেরা এলাকায় দিয়ে এসেছে, ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের ব্যবস্থা করব। এ বিষয়ে সরকারের কাছে শিগগিরই লিখিত আবেদন জানানো হবে। আশা করি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎবিভ্রাটের সমস্যা অনেকাংশে কমে আসবে।’
বিশ্ববিদ্যালয়কে জেনারেটর সুবিধার বিষয়ে তিনি বলেন, ‘বুয়েটে জেনারেটর সুবিধা রয়েছে, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আপাতত আমরা এই প্রকল্পটি নিয়ে ভাবছি না।’

ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘এত কষ্টের সব ধান আমার নষ্ট হয়ে গেল। মাঠে আমার ধান ছিল সেরা, এখন একেবারে জিরো। কীটনাশক প্রয়োগ করে অনেকের সেরে গেছে, কিন্তু আমি সব ধরনের বিষ ব্যবহার করেও কোনো সুফল পাইনি। আমার এতটাই ক্ষতি হয়েছে, যা কল্পনা করা যায় না।’
১ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার ভোরে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে ওই কারখানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)

কার্তিকের এই সময়ে যখন কৃষকের মাঠভরা ধান দেখে আনন্দের নিশ্বাস ফেলার কথা, তখন মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর-তেরাইল মাঠের রোপা আমনচাষি মিরাজুল ইসলামকে হতাশা নিয়েই ছুটতে হচ্ছে মাঠে। কারেন্ট পোকার (ঘাসফড়িং) আক্রমণে তাঁর দেড় বিঘা জমির ধান একেবারে শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘এত কষ্টের সব ধান আমার নষ্ট হয়ে গেল। মাঠে আমার ধান ছিল সেরা, এখন একেবারে জিরো। কীটনাশক প্রয়োগ করে অনেকের সেরে গেছে, কিন্তু আমি সব ধরনের বিষ ব্যবহার করেও কোনো সুফল পাইনি। আমার এতটাই ক্ষতি হয়েছে, যা কল্পনা করা যায় না।’ তিনি আরও বলেন, ‘কৃষি অফিস থেকে তেমন সঠিক কোনো দিকনির্দেশনাও পাইনি। কৃষি অফিস থেকে যদি সঠিক নির্দেশনা পাওয়া যেত কোন কীটনাশক ব্যবহার করলে ভালো হবে, তাহলে আমাদের অনেক উপকার হতো।’
স্থানীয় বাসিন্দারা জানান, মজুরি খরচ, সার ও কীটনাশকের বাড়তি দামে কৃষকের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যেই আমনে কারেন্ট পোকার আক্রমণ মারাত্মক রূপ নিয়েছে। পোকার আক্রমণে কৃষক মিরাজুল ইসলামের ধানের গাছ শুকিয়ে সাদা হয়ে শুধু খড় দেখা যাচ্ছে। যেটুকু আছে, তা-ও দিন দিন নষ্ট হচ্ছে।
স্থানীয় চাষি আব্দুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগে থাইডন, বাসোডিনের মতো বিষ ছিল, যা প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে কাজ হতো। কিন্তু এখনকার বিষে কোনো কাজ হয় না, এগুলো ভেজালে পরিপূর্ণ। বিষ কোম্পানিগুলো আসলে কী বিষ দেয়? এভাবে চাষি ক্ষতিগ্রস্ত হলে কোথায় যাবে?’
আরেক ধানচাষি মনিরুল ইসলাম বলেন, ‘মিরাজ নামের এই চাষির ধান কারেন্ট পোকার আক্রমণে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিচালি (খড়) করাও সম্ভব না। ধানের জমি খড়ের মতো হয়ে গেছে। এই মাঠে তার ধান অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সে তার ধানের প্রতি খুবই যত্নবান ছিল। সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরাফাত মিয়া বলেন, ‘রোপা আমন মৌসুমে স্বাভাবিকভাবে এই ধরনের রোগ দেখা দেয়। আমরা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে এনেছি পুরোপুরি। বাজারে বিভিন্ন ভেজাল কীটনাশক রয়েছে। এর মধ্য থেকে আসলটা বাছাই করে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে যেসব উপসহকারী রয়েছে, তাদের বলা আছে কৃষকদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার জন্য।’

কার্তিকের এই সময়ে যখন কৃষকের মাঠভরা ধান দেখে আনন্দের নিশ্বাস ফেলার কথা, তখন মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর-তেরাইল মাঠের রোপা আমনচাষি মিরাজুল ইসলামকে হতাশা নিয়েই ছুটতে হচ্ছে মাঠে। কারেন্ট পোকার (ঘাসফড়িং) আক্রমণে তাঁর দেড় বিঘা জমির ধান একেবারে শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘এত কষ্টের সব ধান আমার নষ্ট হয়ে গেল। মাঠে আমার ধান ছিল সেরা, এখন একেবারে জিরো। কীটনাশক প্রয়োগ করে অনেকের সেরে গেছে, কিন্তু আমি সব ধরনের বিষ ব্যবহার করেও কোনো সুফল পাইনি। আমার এতটাই ক্ষতি হয়েছে, যা কল্পনা করা যায় না।’ তিনি আরও বলেন, ‘কৃষি অফিস থেকে তেমন সঠিক কোনো দিকনির্দেশনাও পাইনি। কৃষি অফিস থেকে যদি সঠিক নির্দেশনা পাওয়া যেত কোন কীটনাশক ব্যবহার করলে ভালো হবে, তাহলে আমাদের অনেক উপকার হতো।’
স্থানীয় বাসিন্দারা জানান, মজুরি খরচ, সার ও কীটনাশকের বাড়তি দামে কৃষকের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যেই আমনে কারেন্ট পোকার আক্রমণ মারাত্মক রূপ নিয়েছে। পোকার আক্রমণে কৃষক মিরাজুল ইসলামের ধানের গাছ শুকিয়ে সাদা হয়ে শুধু খড় দেখা যাচ্ছে। যেটুকু আছে, তা-ও দিন দিন নষ্ট হচ্ছে।
স্থানীয় চাষি আব্দুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগে থাইডন, বাসোডিনের মতো বিষ ছিল, যা প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে কাজ হতো। কিন্তু এখনকার বিষে কোনো কাজ হয় না, এগুলো ভেজালে পরিপূর্ণ। বিষ কোম্পানিগুলো আসলে কী বিষ দেয়? এভাবে চাষি ক্ষতিগ্রস্ত হলে কোথায় যাবে?’
আরেক ধানচাষি মনিরুল ইসলাম বলেন, ‘মিরাজ নামের এই চাষির ধান কারেন্ট পোকার আক্রমণে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিচালি (খড়) করাও সম্ভব না। ধানের জমি খড়ের মতো হয়ে গেছে। এই মাঠে তার ধান অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সে তার ধানের প্রতি খুবই যত্নবান ছিল। সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরাফাত মিয়া বলেন, ‘রোপা আমন মৌসুমে স্বাভাবিকভাবে এই ধরনের রোগ দেখা দেয়। আমরা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে এনেছি পুরোপুরি। বাজারে বিভিন্ন ভেজাল কীটনাশক রয়েছে। এর মধ্য থেকে আসলটা বাছাই করে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে যেসব উপসহকারী রয়েছে, তাদের বলা আছে কৃষকদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার জন্য।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে।
২৪ মে ২০২৫
নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার ভোরে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে ওই কারখানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া (মণ্ডলপাড়া) গ্রামে মুসা নামের এক ব্যক্তির নারকেলগাছে উঠেছিলেন আসলাম। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সকালে স্থানীয় বাসিন্দারা গাছের নিচে ডাবসহ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়তে গিয়ে পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া (মণ্ডলপাড়া) গ্রামে মুসা নামের এক ব্যক্তির নারকেলগাছে উঠেছিলেন আসলাম। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সকালে স্থানীয় বাসিন্দারা গাছের নিচে ডাবসহ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়তে গিয়ে পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে।
২৪ মে ২০২৫
ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘এত কষ্টের সব ধান আমার নষ্ট হয়ে গেল। মাঠে আমার ধান ছিল সেরা, এখন একেবারে জিরো। কীটনাশক প্রয়োগ করে অনেকের সেরে গেছে, কিন্তু আমি সব ধরনের বিষ ব্যবহার করেও কোনো সুফল পাইনি। আমার এতটাই ক্ষতি হয়েছে, যা কল্পনা করা যায় না।’
১ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার ভোরে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে ওই কারখানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— কারখানাটির শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
দগ্ধরা জানান, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই সেই কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ৬ জনের শরীর ঝলসে যায়। সহকর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সবার অবস্থাই গুরুতর। কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।
ফতুল্লা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার খায়রুল ইসলাম আজকের পত্রিকা বলেন, সকালে এসএম ডাইং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারাখানা থেকে কোনো তাদের (ফায়ার সার্ভিস) বিস্ফোরণের সংবাদ জানানো হয়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছেন। বিস্ফোরণের কারণ তদন্তের পর জানা যাবে। তবে এ ঘটনায় কারখানাটির বেশ কয়েক শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘আগুনে দগ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অফিশিয়ালি আমাদের এই বিষয়ে কেউ তথ্য দেয়নি। গণমাধ্যমে সংবাদ পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— কারখানাটির শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
দগ্ধরা জানান, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই সেই কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ৬ জনের শরীর ঝলসে যায়। সহকর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সবার অবস্থাই গুরুতর। কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।
ফতুল্লা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার খায়রুল ইসলাম আজকের পত্রিকা বলেন, সকালে এসএম ডাইং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারাখানা থেকে কোনো তাদের (ফায়ার সার্ভিস) বিস্ফোরণের সংবাদ জানানো হয়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছেন। বিস্ফোরণের কারণ তদন্তের পর জানা যাবে। তবে এ ঘটনায় কারখানাটির বেশ কয়েক শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘আগুনে দগ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অফিশিয়ালি আমাদের এই বিষয়ে কেউ তথ্য দেয়নি। গণমাধ্যমে সংবাদ পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে।
২৪ মে ২০২৫
ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘এত কষ্টের সব ধান আমার নষ্ট হয়ে গেল। মাঠে আমার ধান ছিল সেরা, এখন একেবারে জিরো। কীটনাশক প্রয়োগ করে অনেকের সেরে গেছে, কিন্তু আমি সব ধরনের বিষ ব্যবহার করেও কোনো সুফল পাইনি। আমার এতটাই ক্ষতি হয়েছে, যা কল্পনা করা যায় না।’
১ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, বিদ্যানন্দকাটির কামরুজ্জামান (২৮), মির্জাপুর গ্রামের আবু মুসা (২০), পাত্রপাড়া গ্রামের নয়ন (২১), সাগরদত্তকাটি গ্রামের সুমন হোসেন (২৫), মইনুল ইসলাম (২৫), মনোহরনগর গ্রামের আলী হাসান, মজিদপুর গ্রামের রিয়াদ হোসেন (২২) ও মাদারডাঙ্গা গ্রামের মাসুদ হোসেন (২৩)। রাতে আহত ব্যক্তিদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খেলা দেখতে আসা একাধিক দর্শক জানান, আটদলীয় হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন ও অতিথি নির্বাচন নিয়ে আয়োজক কমিটির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।
শনিবার দুপুরে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল টুর্নামেন্টের উদ্বোধন করার পরই আয়োজক কমিটির একটি অংশ এতে আপত্তি জানিয়ে উত্তেজনার সৃষ্টি করে।
একপর্যায়ে তারা অনুষ্ঠানের মঞ্চে থাকা মকবুল হোসেন মুকুলকে উদ্দেশ করে অশালীন কথাবার্তা বলতে থাকলে তিনি মঞ্চ থেকে চলে যান।
সন্ধ্যায় ওই হাডুডু খেলার ফাইনাল দেখার জন্য মঞ্চে আসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান। ফাইনালে উপজেলার বুড়ুলি দল খুলনার চুকনগর দলকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের কাছে পুরস্কার হিসেবে ফ্রিজ হস্তান্তর করার সময় একদল যুবক মঞ্চে এসে অতর্কিত হামলা চালান। এ সময় মঞ্চে থাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমানসহ আরও কয়েকজন আহত হন। হামলার কারণে দর্শকেরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খেলার রেফারি শওকত হোসেন বলেন, সুষ্ঠুভাবে হাডুডু খেলা সম্পন্ন হলেও পুরস্কার বিতরণের সময় ওই ঘটনা ঘটে। টুর্নামেন্টের সভাপতি রেজাউল করিম সরদার বলেন, ‘হামলা শুরু হলে আমি দ্রুত এলাকা ত্যাগ করি।’
পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল বলেন, ‘কিছু যুবক পুরস্কার বিতরণের সময় হামলা চালিয়েছে। ওই সময় আমি সেখানে ছিলাম না এবং এটি কোনো রাজনৈতিক বিষয়ও নয়।’
এ ব্যাপারে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের সহকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন বলেন, খেলার অনুষ্ঠানে মারামারির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের কেশবপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, বিদ্যানন্দকাটির কামরুজ্জামান (২৮), মির্জাপুর গ্রামের আবু মুসা (২০), পাত্রপাড়া গ্রামের নয়ন (২১), সাগরদত্তকাটি গ্রামের সুমন হোসেন (২৫), মইনুল ইসলাম (২৫), মনোহরনগর গ্রামের আলী হাসান, মজিদপুর গ্রামের রিয়াদ হোসেন (২২) ও মাদারডাঙ্গা গ্রামের মাসুদ হোসেন (২৩)। রাতে আহত ব্যক্তিদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খেলা দেখতে আসা একাধিক দর্শক জানান, আটদলীয় হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন ও অতিথি নির্বাচন নিয়ে আয়োজক কমিটির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।
শনিবার দুপুরে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল টুর্নামেন্টের উদ্বোধন করার পরই আয়োজক কমিটির একটি অংশ এতে আপত্তি জানিয়ে উত্তেজনার সৃষ্টি করে।
একপর্যায়ে তারা অনুষ্ঠানের মঞ্চে থাকা মকবুল হোসেন মুকুলকে উদ্দেশ করে অশালীন কথাবার্তা বলতে থাকলে তিনি মঞ্চ থেকে চলে যান।
সন্ধ্যায় ওই হাডুডু খেলার ফাইনাল দেখার জন্য মঞ্চে আসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান। ফাইনালে উপজেলার বুড়ুলি দল খুলনার চুকনগর দলকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের কাছে পুরস্কার হিসেবে ফ্রিজ হস্তান্তর করার সময় একদল যুবক মঞ্চে এসে অতর্কিত হামলা চালান। এ সময় মঞ্চে থাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমানসহ আরও কয়েকজন আহত হন। হামলার কারণে দর্শকেরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খেলার রেফারি শওকত হোসেন বলেন, সুষ্ঠুভাবে হাডুডু খেলা সম্পন্ন হলেও পুরস্কার বিতরণের সময় ওই ঘটনা ঘটে। টুর্নামেন্টের সভাপতি রেজাউল করিম সরদার বলেন, ‘হামলা শুরু হলে আমি দ্রুত এলাকা ত্যাগ করি।’
পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল বলেন, ‘কিছু যুবক পুরস্কার বিতরণের সময় হামলা চালিয়েছে। ওই সময় আমি সেখানে ছিলাম না এবং এটি কোনো রাজনৈতিক বিষয়ও নয়।’
এ ব্যাপারে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের সহকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন বলেন, খেলার অনুষ্ঠানে মারামারির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও স্থাপন হয়নি নিজস্ব সাবস্টেশন। অহরহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নেই জেনারেটরের সুবিধা। এদিকে স্বাভাবিক আবহাওয়াতেও দৈনিক সাত থেকে আটবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে।
২৪ মে ২০২৫
ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘এত কষ্টের সব ধান আমার নষ্ট হয়ে গেল। মাঠে আমার ধান ছিল সেরা, এখন একেবারে জিরো। কীটনাশক প্রয়োগ করে অনেকের সেরে গেছে, কিন্তু আমি সব ধরনের বিষ ব্যবহার করেও কোনো সুফল পাইনি। আমার এতটাই ক্ষতি হয়েছে, যা কল্পনা করা যায় না।’
১ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার ভোরে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে ওই কারখানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে