Ajker Patrika

চকরিয়ায় দেয়ালে দেয়ালে স্বপ্ন বুননের রং তুলির আঁচড় 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২০: ১২
চকরিয়ায় দেয়ালে দেয়ালে স্বপ্ন বুননের রং তুলির আঁচড় 

সংখ্যায় এক বা দুজন নয়। তাঁরা ১০০-এর অধিক তরুণ-তরুণী। কেউ কলেজ, কেউবা বিশ্ববিদ্যালয়ের পড়ছেন। সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন। আন্দোলন সফল হয়েছে। 

তাঁরা এখন ‘স্বপ্ন বুনন’ নামের একটি সংগঠন করেছেন। সংগঠনটির ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে প্রতিচ্ছবি, স্লোগান ও আগামীর বাংলাদেশ কেমন হবে-তা রং তুলির আঁচড়ে দেয়াল রাঙিয়ে তুলেছেন। 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সড়ক ও স্কুল-কলেজের দেয়ালে ‘এখন দরকার, জনগণের সরকার’, ‘আমরাই গড়ব, নতুন বাংলাদেশ’, ‘শোনো মহাজন, আমরা অনেকজন’-এমন নানান স্লোগান রং তুলির মাধ্যমে সৃজনশীল চিত্রকর্ম ফুটে উঠেছে। 

‘স্বপ্ন বুনন’ সংগঠনের সদস্যরারং তুলি নিয়ে কয়েকজন কাজ শুরু করলেও ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। এখন সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক পার হয়েছে। 

আনিকা হাসনাত তাহসিন কক্সবাজার সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রাণীবিদ্যা বিভাগে পড়ছেন। রঙের তুলি আঁচড়ে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়, থানা সেন্টার, ডাক বিভাগের দেয়ালে অসাধারণ দেয়াল লিখন এঁকেছেন। 

দেয়ালচিত্র আঁকছেন এক শিক্ষার্থীআনিকা হাসনাত তাহসিন বলেন, ‘আমি শখের বশে এঁকেছি। এই আঁকার আনন্দ অন্যরকম। বাংলাদেশের পতাকা, শহীদ মিনার, স্বাধীনতা মানে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকারসহ প্রায় ১৩টি দেয়াললিখন আঁকতে পেরেছি। একে ভালোও লেগেছে। আমরা চাই, দলীয়করণের বাইরে গিয়ে মেধার শক্তিকে প্রাধান্য দেওয়া হোক।’ 

তাঁদের কোমল হাতে দেয়ালে নানা রঙে সৃজনশীল গ্রাফিতি, ক্যালিগ্রাফি আঁকা হয়েছে। বাংলা, ইংরেজি ও আরবি শব্দে আঁকানো প্রতিবাদী স্লোগান সাধারণ জনগণকে আগামীর বাংলাদেশের বার্তা এনে দিয়েছে। দেয়ালে ঘুষ বন্ধ করতে গ্রাফিতিও আঁকা হয়েছে। 

‘স্বপ্ন বুনন’ সংগঠনের কয়েকজন সদস্যসরেজমিন উপজেলা পরিষদ চত্বর এলাকায় দেখা যায়, একদল শিক্ষার্থী দেয়ালে জমে থাকা শেওলা সিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করে আঁকছেন স্কেচ। আরেকদল এক রঙের সঙ্গে আরেকটি রং মিশিয়ে তৈরি করছেন মিশ্রণ। 

আন্দোলনে নিহত সাহসী তরুণদের ছবি তুলি রঙে রাঙানো হয়েছে। কেউ আঁকছেন শহীদ মিনার ও নতুন ভোরের বাংলাদেশের স্কেচ। সেখানে নানান রং দিয়ে প্রকৃত ছবির রূপ দিচ্ছেন আরেকদল শিক্ষার্থী। শখের বশে আঁকা এসব চিত্রলিখন দেখতে সাধারণ মানুষ ভিড় করছেন। স্মৃতি ধরে রাখতে কেউবা স্মার্টফোনের ক্যামেরায় ক্লিক করছেন। 

‘স্বপ্ন বুনন’ সংগঠনের কয়েকজন সদস্যতোহফা চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান অনুষদে অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন। দেয়ালে ছবি আঁকছিলেন আর বলছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হয়, তখন বাড়ি চলে আসি। সরকার প্রধান পদত্যাগ করে দেশত্যাগও করেন, আমাদের আন্দোলন সফল হলো। আন্দোলনের অনেক স্মৃতি আমরা জমা রেখেছিলাম। তা রঙের তুলিতে দেয়াল রাঙিয়ে দিয়েছি। মানুষকে বার্তা দিয়েছি, আমরাই গড়ে তুলব বাংলাদেশ।’ 

মো. আরিফুল ইসলাম মারুফ ও মিজবাহ উদ্দীন ইয়াহিয়া বলেন, ‘আমরা ছাত্ররা বৈষম্য ছাড়া বাংলাদেশ চেয়েছিলাম। আন্দোলনের মাধ্যমে আমরা সফল হয়েছি। তাই আন্দোলনের পর চকরিয়া শহরে চিত্রকর্মের মাধ্যমে মানুষ নতুন বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছিলাম। চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানে আমরা দুই শতাধিক গ্রাফিতি, স্লোগান ও ক্যালিগ্রাফি এঁকেছে স্বপ্ন বুনন।’ 

আন্দোলনকে স্মরণীয় করে রাখতে দেয়ালে নানা স্লোগান লেখা হয়েছেস্বপ্ন বুননকে সহযোগিতা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চকরিয়ার সমন্বয়ক সায়েদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামসুল আলম সাঈদী, মুসলিমা জান্নাত নূরী। তাঁরা একসঙ্গে পুরো চকরিয়ায় চিত্রকর্ম কার্যক্রম পরিচালনা করেছেন। 

সমন্বয়ক সায়েদ হাসান ও মোবারক হোসাইন জিহান বলেন, ১৪ জুলাই আমরা প্রথমবার মিছিল করি। এরপর রংপুরে আবু সাইদ মারা যাওয়ার পর আন্দোলন আরও জোরালো হয়। ছাত্র-জনতা এক হয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে আমরা সফল হই। এরপর আন্দোলনের নানা চিত্র নিয়ে কাজ শুরু করে ‘স্বপ্ন বুনন’। আমাদের প্রচেষ্টায় পুরো চকরিয়া শহরে দেয়াললিখন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রাজশাহী বোর্ডে ৮২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা প্রায় ৮২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

মোফাখখারুল ইসলাম বলেন, ‘১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারের বেশি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ছুটির কারণে সবকিছু দেখা হয়নি। আমরা আজ এটা দেখছি।’

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। এবার শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রিন্টারের ভেতর পাচার হচ্ছিল হেরোইন, রাজশাহীতে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জব্দ করা হেরোইন। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা হেরোইন। ছবি: আজকের পত্রিকা

প্রিন্টারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে হেরোইন পাচারের সময় রাজশাহীতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

রোববার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচক মধ্যপাড়ার বাসিন্দা মো. আসারুল ওরফে রনি (২১) এবং সিরাজগঞ্জের রেল কলোনির বাসিন্দা জাহানারা বেগম (৫০)।

এ সময় তাঁদের কাছ থেকে ৬৪০ গ্রাম হেরোইন, একটি নষ্ট প্রিন্টার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল এই অভিযান চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসারুল ও জাহানারা দীর্ঘদিন ধরে হেরোইন পাচার করছিলেন। তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

র‍্যাব জানায়, শনিবার জাহানারা বেগম ট্রেনযোগে সিরাজগঞ্জ থেকে রাজশাহী আসেন হেরোইন নেওয়ার জন্য। আসারুলের কাছে থাকা প্রিন্টার নেওয়ার সময় দুজনকে আটক করা হয়। পরে নষ্ট প্রিন্টারটির বক্স তল্লাশি করে টোনারের মধ্যে লুকানো অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৪: ০৭
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলাচলের মুহূর্তে ওপর থেকে একটি বিয়ারিং প্যাড তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, ‘আমরা ডিউটিরত অবস্থায় কাছেই ছিলাম। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি, এক ব্যক্তি রাস্তায় মৃত অবস্থায় পড়ে আছেন।’

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এই ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা নিশ্চিত করা হয়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উভয় পথেই মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা কাজ করছি। এর বেশি এখন বলা সম্ভব হচ্ছে না।’

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ল।

মেট্রোরেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
জব্দ করা ফেনসিডিল। ছবি: সংগৃহীত
জব্দ করা ফেনসিডিল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সীমান্ত থেকে ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। রোববার (২৬ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কারুজ্জামান।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মাদক জব্দ করেন বিজিবির সদস্যরা।

বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ নম্বর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক এলাকা থেকে টহল দলটি মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত