Ajker Patrika

কুমিল্লায় মদিনা বাস বন্ধের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০: ৪৮
কুমিল্লায় মদিনা বাস বন্ধের দাবিতে মানববন্ধন

কুমিল্লা নগরীর চকবাজার থেকে সুয়াগাজী-ফেনী সড়কে মদিনা বাস সার্ভিস বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সম্প্রতি এই সড়কে দুর্ঘটনা বাড়ার কারণে গতকাল শুক্রবার নগরীর চৌয়ারা বাজার এলাকার বাসিন্দারা এই মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘চকবাজার-সুয়াগাজী সড়কে চলাচল করে ট্রান্সপোর্ট মদিনা বাস। এই বাসের বেশির ভাগ চালক অদক্ষ, লাইসেন্সবিহীন এবং নেশাগ্রস্ত। তাঁদের বাসগুলো ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড়। বাসগুলোর বেপরোয়া গতির কারণে অহরহই ঘটছে দুর্ঘটনা। গত কয়েক বছরে এই বাস সার্ভিস দ্বারা কুমিল্লা বাইপাস সড়কে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। কুমিল্লা বাইপাস রোডে যাতায়াতকারী যাত্রীদের কাছে আতঙ্কের নাম মদিনা বাস। অবিলম্বে এই বাস সার্ভিস চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানাচ্ছি।’

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান মজুমদার, চৌয়ারা বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম মজুমদার, মানবাধিকার কর্মী আবদুল হান্নান, রফিকুল ইসলাম, জামাল চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল মন্নানসহ অন্যরা। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মদিনা বাসে দুর্ঘটনার শিকার নিহত ও আহত পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন। 

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মদিনা বাস সার্ভিস মালিক সমিতির সভাপতি মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এই সড়কে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কোনো দুর্ঘটনার জন্য আমরা এককভাবে দায়ী নই। গত দু-তিন বছরে মদিনা বাসে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণ আমরা দেব। তৃতীয় একটি পক্ষ স্বার্থ হাসিলের জন্য আমাদের কয়েকটি বাস ভাঙচুর করে। বাস সার্ভিস বন্ধ করে দেয়। পরে আমরা মামলা করি। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় বাস চলাচল শুরু হয়। মামলা থেকে বাঁচতে কিছু লোক মানববন্ধন করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত