Ajker Patrika

থানায় স্বামী-স্ত্রীর নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
Thumbnail image

ফেনীর সোনাগাজীর চরদরবেশে এক দম্পতি থানায় পাল্টাপাল্টি নির্যাতনের অভিযোগ দিয়েছেন। স্ত্রী রোকেয়া আক্তারের পেন্সির (২৫) দাবি, যৌতুকের টাকা না পেয়ে স্বামী নুরনবী সাদ্দাম তাঁকে নির্যাতন করেছেন। অন্যদিকে স্বামীর দাবি, ট্রাক্টর বিক্রির টাকা না পেয়ে পুরুষাঙ্গে আঘাত করে তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে।

গত শনিবার দুপুরের এ ঘটনায় ওই দিনই নুরনবী সাদ্দাম আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে রোকেয়া আক্তার সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

 ২০১৮ সালে পশ্চিম চরদরবেশ গ্রামের নূর ইসলামের মেয়ে রোকেয়া আক্তারের সঙ্গে একই গ্রামের খুরশিদ আলমের ছেলে নূরনবী সাদ্দামের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে আছে। বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া হতো। গত শনিবার সোনাগাজীর দক্ষিণ চরদরবেশ কোম্পানি বাজারে খুরশিদ আলমের বাড়িতে নুরনবী সাদ্দাম ও রোকেয়া আক্তার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে হাতাহাতি হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়।

রোকেয়া আক্তার বলেন, বিয়ের পর থেকে নুরনবী নানা সময় যৌতুকের দাবি করে আসছেন। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি। সম্প্রতি নুরনবী ফের তাঁর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তিনি এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হন। গত শনিবার তাঁর শ্বশুর বাড়ির লোকজন সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সে সময় যৌতুকের টাকার জন্য তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় সোনাগাজী থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

নুরনবী সাদ্দাম বলেন, ‘পরিবারের অমতে ২০১৮ সালে রোকেয়া আক্তারকে বিয়ে করি। কিন্তু সে মানসিকভাবে অসুস্থ ছিল। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে কয়েকবার সে আামার নামে থানায় অভিযোগ করে। গত শনিবার আমাদের বাড়ির সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। আমি দুপুরে কাজ করে বাড়ি এসে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি। স্ত্রীকে ট্রাক্টর বিক্রির টাকা না দেওয়ায় ঘুমের মধ্যে আমার পুরুষাঙ্গে আঘাত করে আমাকে হত্যাচেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য হাত পাঁ নাড়াচাড়া করলে সে খাটের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। তাঁকে কোনো মারধর করা হয়নি।’

যৌতুকের দাবির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে সেটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলম বলেন, ‘যৌতুকের টাকার চেয়ে সাদ্দাম তাঁর স্ত্রীকে মারধর করেছেন বলে জেনেছি। এ বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করেছে।আইনিগতভাবে বিষয়টি সমাধান করা হবে।’

সোনাগাজীর আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল জানান, বিষয়টি নিয়ে মডেল থানা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত