Ajker Patrika

আনোয়ারায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা থানা। ছবি: সংগৃহীত
আনোয়ারা থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফজল করিম (৩৫)। তিনি বাঁশখালী উপজেলার দাড়িয়াপাড়া ফতের বাপের বাড়ির মফজল আহম্মদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার গভীর রাতে পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা নুর মোহাম্মদের বাড়িতে গরুচোরের দল হানা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও পরিবারটির লোকজন চোরদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করেন। এরপর এলাকাবাসী সংগঠিত হয়ে তাদের ধাওয়া দিয়ে পিটুনি দেন। এতে ফজল করিমের মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে গরুচোর সন্দেহে পিটুনিতে মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি আরও বলেন, ভিকটিমের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া আইন নিজের হাতে তুলে যাঁরা সংগঠিত ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নাগরিকত্ব পাওয়া সহজ করল কানাডা

কাল থেকে অনলাইনেই মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ

আজকের রাশিফল: একদিকে প্রেম ডাকছে, অন্যদিকে পুরোনো বন্ধুর বকেয়া পাওনার মেসেজ

ভারতীয় নারীকে আটকে রাখল সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ, অরুণাচল প্রদেশকে চীনের অংশ দাবি

২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত বাউলশিল্পী আব্দুল আলিম। তিনি শিবালয় উপজেলার শাকরাইল এলাকার মো. ইউসুফ আলী ছেলে।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গতকাল রোববার সকালে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন তাঁর অনুসারীরা। কর্মসূচি শুরুর একটু পরেই হামলা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় আহত বাউল আব্দুল আলিম মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়া হামলার ঘটনায় রোববার পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মীয় কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন একদল লোক। বিক্ষোভ শেষে তাঁরা মিছিল নিয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হন। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে বেশ কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে মিছিলের লোকজন মানববন্ধনে আসা বাউলশিল্পীদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আবুল সরকারের পক্ষের তিনজনসহ অন্তত চারজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নাগরিকত্ব পাওয়া সহজ করল কানাডা

কাল থেকে অনলাইনেই মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ

আজকের রাশিফল: একদিকে প্রেম ডাকছে, অন্যদিকে পুরোনো বন্ধুর বকেয়া পাওনার মেসেজ

ভারতীয় নারীকে আটকে রাখল সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ, অরুণাচল প্রদেশকে চীনের অংশ দাবি

২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডিসেম্বরে জাতীয় নেতাদের কাছে নাগরিক ইশতেহার তুলে ধরা হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে আঞ্চলিক পরামর্শ সভায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহে আঞ্চলিক পরামর্শ সভায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের ফলে দেশে একটা পরিবর্তনের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় এই ফেলো বলেছেন, ‘এই পরিবর্তন আমরা হেলায় হারাতে চাই না। নির্বাচনের প্রয়োজনীয়তার ব্যাপারে সব মানুষ আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু নির্বাচনের পর আমরা কী চাই, সেসব নিয়ে আমরা একটি নাগরিক ইশতেহার তৈরি করব। আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতাদের কাছে এই নাগরিক ইশতেহার তুলে ধরা হবে। সেই উদ্দেশ্য থেকে নাগরিকদের মতামত সংগ্রহ করা হচ্ছে। নির্বাচন হয়ে গেলে নাগরিকদের এসব দাবি বাস্তবায়ন নিয়ে সরকারের ওপর আমরা চাপ সৃষ্টি করব।’

প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আঞ্চলিক পরামর্শ সভার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামী দিনে সরকারের যারা প্রত্যাশী, তাদের নির্বাচনী ইশতেহারেও আমরা এটি ঢুকানোর চেষ্টা করব। আমাদের অবস্থান হলো সরকার আসবে সরকার যাবে, বাংলাদেশের জনগণ থাকবে, দেশটাও থাকবে। সেহেতু আমাদের প্রচেষ্টাকে নাগরিক হিসেবে অব্যাহত রাখতে হবে।’

এর আগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে এই পরামর্শ সভা হয়েছে বলেও দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন।

সভায় রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী, পুরুষ, শিক্ষার্থীর কাছে নির্বাচন-পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা কী এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা কী, তা নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় দুটি প্রশ্নের জবাবে বেশির ভাগ নাগরিক আগামী সরকারের কাছে সুশাসন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের পক্ষে মতামত ব্যক্ত করেন। এ ছাড়া পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, আইনের শাসন, স্থানীয় উন্নয়ন, নারীর অধিকার, ন্যায়বিচার, মেধার ভিত্তিতে চাকরিসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। এর বাইরে অনেকে কালোটাকার প্রভাবমুক্ত পরিবেশ, মনোনয়ন-বাণিজ্য বন্ধ করা এবং শিক্ষিত ব্যক্তিদের সংসদ সদস্য পদে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন দেওয়ার পক্ষে মতামত দেন।

সভায় আরও বক্তব্য দেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতে ইসলামীর নেতা ড. শহীদুল্লাহ কায়সার, সিপিবির নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা সুজনের সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, এস এম মজিবুর রহমান, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, সালমা আক্তার, সুরাইয়া আক্তার, কাব্য সুমী সরকার এনজিও ব্যক্তিত্ব শরীফুজ্জামান পরাগ, দেলোয়ার হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি জয়িতা তনু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি নারায়ণ হাজং, অর্যণ চিরান, সাধারণ নাগরিক খন্দকার আব্দুল আলীম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নাগরিকত্ব পাওয়া সহজ করল কানাডা

কাল থেকে অনলাইনেই মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ

আজকের রাশিফল: একদিকে প্রেম ডাকছে, অন্যদিকে পুরোনো বন্ধুর বকেয়া পাওনার মেসেজ

ভারতীয় নারীকে আটকে রাখল সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ, অরুণাচল প্রদেশকে চীনের অংশ দাবি

২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৯ বিয়ে করা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মুফতি মামুনুর রশিদ কাসেমী। ছবি: সংগৃহীত
মুফতি মামুনুর রশিদ কাসেমী। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার শরিয়াহভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করে কেরানীগঞ্জ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। ওই দিন আদালত কাসেমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

আজ সোমবার শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

গতকাল রোববার বেলা ৩টার দিকে স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরই তাঁকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত শুক্রবার কাসেমীর সাবেক এক স্ত্রীর পক্ষে তাঁর মামি কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার পর আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী এক নারীকে বিয়ে করার পর সংসার করেন। পরে তালাক দেন। এরপর আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর কাসেমী তাঁর হেফাজতে রেখে লাগাতার ধর্ষণ করেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

গ্রেপ্তারের পর কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, কাসেমী ৯টি বিয়ে করেছেন। বর্তমানে তাঁর চার বউ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নাগরিকত্ব পাওয়া সহজ করল কানাডা

কাল থেকে অনলাইনেই মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ

আজকের রাশিফল: একদিকে প্রেম ডাকছে, অন্যদিকে পুরোনো বন্ধুর বকেয়া পাওনার মেসেজ

ভারতীয় নারীকে আটকে রাখল সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ, অরুণাচল প্রদেশকে চীনের অংশ দাবি

২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘কথা শুনে মনে হয়, দেশকে আপনারাই স্বাধীন করেছেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বায়তুশ শরফ এলাকায় বিএনপির গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের বায়তুশ শরফ এলাকায় বিএনপির গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাসেম বক্কর বলেছেন, ‘কথা শুনে মনে হয়, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে আপনারাই স্বাধীন করেছেন।’

আজ সোমবার নগরীর পাঠানটুলি ওয়ার্ডে ধনিওয়ালাপাড়া বায়তুশ শরফ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আবুল হাসেম বক্কর বলেন, ‘শাহজাহান চৌধুরীর বক্তব্য শুনে আমি মনে করেছি, শেখ হাসিনা বোধ হয় আবার বাংলাদেশে ফিরে এসেছে এবং আরেক কণ্ঠে এসব বলছে।’

জামায়াত নেতার বক্তব্যের জন্য ছাত্র-জনতা রক্ত দিই নাই বলে যোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এমন বক্তব্য আওয়ামী লীগের দোসর হাছান, নওফেল, ওবায়দুল কাদেরসহ অনেকেই বলত—বন্ধ কর, উঠতে হবে, বসতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ধমনিতে শহীদ জিয়ার রক্ত। এই রক্ত কখনো কোনো পরাজয় মানে না। কোনো অন্যায় আর এ দেশের মাটিতে হবে না। এ দেশের মাটিতে প্রশাসন কারও হুকুমে উঠবে আর বসবে না। রাষ্ট্রের হুকুমে চলবে। আমরা একটা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিয়েছি।’

উল্লেখ্য, গতকাল শনিবার চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে নির্বাচনে দলের দায়িত্বশীলদের এক সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে।’ এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচিত হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নাগরিকত্ব পাওয়া সহজ করল কানাডা

কাল থেকে অনলাইনেই মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ

আজকের রাশিফল: একদিকে প্রেম ডাকছে, অন্যদিকে পুরোনো বন্ধুর বকেয়া পাওনার মেসেজ

ভারতীয় নারীকে আটকে রাখল সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ, অরুণাচল প্রদেশকে চীনের অংশ দাবি

২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

এলাকার খবর
Loading...

সম্পর্কিত