Ajker Patrika

নৌকার প্রচারে অংশ নেওয়ায় স্কুলশিক্ষক বরখাস্ত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুর–১ (কচুয়া) আসনে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নেওয়ার দায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ইয়াসমিন মেহের স্বাক্ষরিত একই সঙ্গে শোকজ–বরখাস্তের আদেশ দিলেও বিষয়টি আজ বৃহস্পতিবার প্রকাশ হয়।

ভুক্তভোগীর নাম মো. ওমর খৈয়াম বাগদাদী, তিনি উপজেলা সদরের ৬০ নম্বর কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা সাময়িক বরখাস্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। যা সরকারি কর্মচারী আচার-আচরণ পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২ (ই) ও ৩ (খ) অনুযায়ী অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত