Ajker Patrika

খাগড়াছড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৬ 

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৪
খাগড়াছড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৬ 

খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহলকারী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় জেলা সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম বাস দ্রুতগতিতে আসছিল। পরে খাগড়াছড়ি থেকে টহল দানকারী পুলিশের পিকআপকে সামনে থেকে চাপা দেয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ মোট ছয়জন আহত হন। 

আহত পুলিশ সদস্যরা হলেন মো. মিজানুর রহমান, ঈশ্বর চাকমা, মো. আবু ইউসুফ, তানভির হোসেন ও মো. সেলিম রেজা। আহতরা স্কাউট খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশের অ্যাম্বুলেন্স গাড়ির মাধ্যমে মো. আবু ইউসুফ ও মো. তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পিকআপ গাড়ির চালক সুজন চাকমাও আহত। তিনিও চিকিৎসাধীন। তিনি দীঘিনালা উপজেলার বাসিন্দা। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই মো. আব্দুর রহমান মুঠোফোনে জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে চমেকে পাঠানো হয়েছে। বাকি তিন পুলিশ সদস্য ও চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত