Ajker Patrika

মাইজভান্ডারির রওজায় নিজ হাতে গিলাফ দিলেন ভারতীয় হাইকমিশনার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ৫৩
মাইজভান্ডারির রওজায় নিজ হাতে গিলাফ দিলেন ভারতীয় হাইকমিশনার

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডারি দরবার শরিফে গিলাফ দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ওরস উপলক্ষে আজ শনিবার পিরের রওজায় নিজ হাতে গিলাফ পরিয়ে দেন হাইকমিশনার। 

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে এসেছিলেন হাইকমিশনার দোরাইস্বামী। সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভান্ডারির রওজায় গিলাফ দেন তিনি। 

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারে পক্ষ থেকে গিলাফ দেন ভারতীয় হাইকমিশনারএর আগে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন হাইকমিশনার। 

এ সময় ফটিকছড়ির সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, সহকারী হাইকমিশনার রাজিব রঞ্জন, সেকেন্ড হাইকমিশনার অজুত ঝা, সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি, তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি উপস্থিত ছিলেন। 

দরবার থেকে বেরিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন ভারতীয় হাইকমিশনাররওজায় গিলাফ পরানোর পর বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুই দেশের অর্থনীতির পরিসর আরও ব্যাপকভাবে বাড়বে।’ 

ভারত সরকারের পক্ষ থেকে মাইজভান্ডারি দরবারে গিলাফ হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার। ছবি: আজকের পত্রিকাহাইকমিশনার বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ভারতের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির রওজা শরিফে গিলাফ হস্তান্তর করা হয়েছে।’ 

 নিজ হাতে পিরের রওজায় গিলাফ পরিয়ে দেন ভারতীয় হাইকমিশনার। ছবি: আজকের পত্রিকাআগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ভারত কী ভাবছে এ প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাঁরা তাঁদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত