Ajker Patrika

অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে দ্রুত কাজ করা: বিএনপি নেতা হারুন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ২২
ফরিদগঞ্জে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা
ফরিদগঞ্জে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে, দ্রুত কাজ করা। রাজনীতিবিদেরাই এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অতীতে কাজ করেছে, ভবিষ্যতে করবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক মোল্লা।

হারুনুর রশিদ বলেন, ‘ফ্যাসিস্টরা এ দেশ থেকে পালিয়ে গেছে। তাই আগামীর বাংলাদেশ হতে হবে সকলের সমান অধিকার। বিএনপির ৩১ দফায় সেই কথাই বলা হয়েছে। সেখানে সংস্কার এবং কীভাবে রাষ্ট্র চলবে, সরকার কীভাবে জনগণের সেবা করবে তা স্পষ্ট করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাতেই সকলের মঙ্গল। তীব্র শীতে অসহায় মানুষদের পাশে কেউই নেই। একমাত্র বিএনপি সর্বদা মানুষের পাশে ছিল এবং থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, বিএনপি নেতা সিরাজ মাস্টার, আশরাফ খোন মুহিত ও হানিফ মুন্সী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত