Ajker Patrika

রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। গতকাল শনিবার রাতে নিহত সোমেনের বাবা আবু সুফিয়ান উখিয়া থানায় মামলা দায়ের করেন। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। 

আটককৃতরা হলো, মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ২৯ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে মামলার ৮ নম্বর আসামি আমির হাকিম (৩৭) ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মনসুরের ছেলে মামলার ১১ নম্বর আসামি মোহাম্মদ মজিদ উল্লাহ (৩৫)। 

পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোহাম্মদ মেহেদী হাসান শাকিলের নেতৃত্বে এপিবিএনের একটি টিম অভিযান চালিয়ে সোমেন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে।’ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

 ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যার একদিন পরই গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ‘সি’ ব্লক থেকে মোহাম্মদ সোমেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন ও উখিয়া থানা-পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত