Ajker Patrika

খেতে ড্রেজার দিয়ে কাটা গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭: ৫৩
Thumbnail image

শখের বশে বাবার সঙ্গে ধানকাটা দেখতে গিয়েছিল দুই ভাই। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি। খেতে ড্রেজার দিয়ে কাটা গর্তে পড়ে মৃত্যু হয়েছে তাদের। নিহতরা হলো সোহান ও রোহান। 

এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে। নিহত দুই ভাই ওই গ্রামের মো. শাখাওয়াত হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাখাওয়াত হোসেন ধান কাটতে যাওয়ার সময় দুই ছেলেও বাবার সঙ্গে ধানখেতে যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়ায় সন্তানদের কষ্ট হবে ভেবে বাবা সাখাওয়াত সন্তানদের বাড়িতে পাঠিয়ে নিজে কাজে মনোযোগী হন। পরে বিকেল পর্যন্ত দুই সন্তান বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ ছাড়া এলাকার আশপাশে মাইকিংও করা হয়। 

পরে ইফতারের আগে এক নারী মাটি কাটা গর্তে এক শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, পানিতে পড়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। তাদের দাফনও শেষ। তবে গর্তটি মাটি কাটার কি না, তা জানা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত