Ajker Patrika

ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার শপথ নিল শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৮: ০৩
ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার শপথ নিল শিক্ষার্থীরা

কুমিল্লায় ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার শপথ নিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে সাইবার জগতে নিজেদের কার্যক্রম নিরাপদ রাখতে গণস্বাক্ষর করেছে তারা। আজ মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা এই শপথ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়।

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও ইঞ্জিনিয়ার মোর্শেদা আক্তার।

অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারে শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের নৈতিক ও অনৈতিক বিষয়গুলো বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সবাইকে সচেতন করে। শেষে শিক্ষার্থীরা ইন্টারনেটের অপব্যবহার, মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিং থেকে বিরত থাকতে গণস্বাক্ষর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত