Ajker Patrika

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২২: ০৬
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান তিনি। এর আগে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের নরফাঁড়ি এলাকায় থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

নিহত মোহাম্মদ হানিফা (৭২) উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। 

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরের পর যেকোনো সময় সংরক্ষিত বনাঞ্চলের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিট কার্যালয়ের নরফাঁড়ি এলাকায় একটি বন্য হাতি মোহাম্মদ হানিফাকে আক্রমণ করে। বিকেল সাড়ে ৪টার দিকে বনকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাতির আক্রমণে মো. হানিফার মৃত্যু হয়েছে। তাঁর শরীরের হাত, পা ও বুকের আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ন আহমেদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত