Ajker Patrika

সাজেকে কলাবোঝাই জিপ উল্টে নিহত ২

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১: ৪২
Thumbnail image

রাঙামাটির বাঘাইছড়ি সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নম্বর কালভার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত ইলিয়াছ হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালং এলাকায়। 

আজ বুধবার সকালে মাচালং বাজার থেকে একটি জিপগাড়ি কলা বোঝাই করে বাঘইহাট বাজারে যাওয়ার পথে নাঙ্গলমারা (২ নম্বর কালভার্ট) এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জিপচালক পালিয়ে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত