Ajker Patrika

মিরসরাইয়ে রান্না করার সময় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫: ৪৩
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ে চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের জেবল হক মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম তাহমিনা আক্তার লিজা (১৬)। সে ওই বাড়ির মো. লিটনের মেয়ে।

মৃত কিশোরীর মামা মো. আনোয়ার বলেন, বুধবার বিকেলে ৬টায় রান্না করার জন্য চুলায় লাকড়ি দেওয়ার সময় বিষাক্ত একটি সাপ তাঁর হাতে দুটি কামড় দেয়। এরপর তাকে মিরসরাই স্টেশন এলাকায় নন্দন কুমার নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর হাতে দেওয়া বাঁধ খুলে দিলে মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বছর খানেক আগে লিজার বাবা মো. লিটনকে সাপে কামড় দেয়। তখন তিনি নন্দন কুমারের চিকিৎসা নিয়ে ভালো হয়ে যান। তাই তার মেয়েকেও তাঁর কাছে নিয়ে যাওয়া হয়।

কিশোরীর বাবা মো. লিটন বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে লিজা দ্বিতীয়। ভ্যান চালিয়ে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসারের খরচ বহন করি। অভাবের তাড়নায় মেয়েদের স্কুলে ভর্তি করাইনি।’

মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ১০ টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপে কাটার পরপর ভিকটিমকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেবেন। রোগীর অবস্থা যদি খারাপ হয় তাহলে চট্টগ্রাম মেডিকেলে পাঠাবেন। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা এক ধরনের বোকামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত