চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে চাকরির লোভ প্রদানকারী একটি চক্র সক্রিয় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৩৮ তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। আট পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাবসহ পাঁচটি সুপারিশ করা হয়েছে।
সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে সিন্ডিকেট অভিযুক্ত উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিসবাহুল মোকর রবীনকে পদাবনতি (ডিমোশন) ও কর্মচারী আহমদ হোসেনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় অন্য যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তাদের সতর্ক করে নিজ দপ্তর থেকে প্রশাসনিক ভবনের বাইরে অন্য দপ্তরে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার নামে বেনামে প্রার্থীদের সঙ্গে যোগাযোগসহ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার লোভ প্রদানকারী, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি ফৌজদারি মামলা দায়েরেরও সিদ্ধান্ত হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছি। কর্মচারী (প্রহরী) আহমদ হোসেন অনেককে ফোন দিয়ে নামে-বেনামে টাকা চেয়েছেন। এখন টাকা দিয়েছে কি দেয় নাই, সেগুলো আমরা যাচাই করতে পারি নাই। আমাদের সীমাবদ্ধতা ছিল। উনি যেহেতু আর্থিক লেনদেনের কথা বলেছেন, তাই তাঁকে চাকরিচ্যুত করার জন্য আমরা সুপারিশ করেছি। অভিযুক্ত উপাচার্যের পিএস রবীনের ফোনালাপে সরাসরি টাকার কথা বলেননি। একজন কর্মকর্তা হিসেবে তাঁর কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে তিনি দায়িত্বশীল কথাবার্তা বলেননি। তিনি লিমিট ক্রস করেছেন। সে জন্য তাঁকে এক ধাপ নিচে নামিয়ে পদাবনতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এটা মেজর পানিশমেন্ট।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট এক কর্মকর্তার পদাবনতি ও এক কর্মচারীর চাকরিচ্যুতির সুপারিশ গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে চাকরির লোভ প্রদানকারী একটি চক্র সক্রিয় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৩৮ তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। আট পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাবসহ পাঁচটি সুপারিশ করা হয়েছে।
সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে সিন্ডিকেট অভিযুক্ত উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিসবাহুল মোকর রবীনকে পদাবনতি (ডিমোশন) ও কর্মচারী আহমদ হোসেনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় অন্য যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তাদের সতর্ক করে নিজ দপ্তর থেকে প্রশাসনিক ভবনের বাইরে অন্য দপ্তরে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার নামে বেনামে প্রার্থীদের সঙ্গে যোগাযোগসহ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার লোভ প্রদানকারী, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি ফৌজদারি মামলা দায়েরেরও সিদ্ধান্ত হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছি। কর্মচারী (প্রহরী) আহমদ হোসেন অনেককে ফোন দিয়ে নামে-বেনামে টাকা চেয়েছেন। এখন টাকা দিয়েছে কি দেয় নাই, সেগুলো আমরা যাচাই করতে পারি নাই। আমাদের সীমাবদ্ধতা ছিল। উনি যেহেতু আর্থিক লেনদেনের কথা বলেছেন, তাই তাঁকে চাকরিচ্যুত করার জন্য আমরা সুপারিশ করেছি। অভিযুক্ত উপাচার্যের পিএস রবীনের ফোনালাপে সরাসরি টাকার কথা বলেননি। একজন কর্মকর্তা হিসেবে তাঁর কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে তিনি দায়িত্বশীল কথাবার্তা বলেননি। তিনি লিমিট ক্রস করেছেন। সে জন্য তাঁকে এক ধাপ নিচে নামিয়ে পদাবনতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এটা মেজর পানিশমেন্ট।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট এক কর্মকর্তার পদাবনতি ও এক কর্মচারীর চাকরিচ্যুতির সুপারিশ গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে