Ajker Patrika

চবির অডিও কেলেঙ্কারি: উপাচার্যের পিএসকে পদাবনতি, অভিযুক্ত কর্মচারীকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত

চবি প্রতিনিধি
চবির অডিও কেলেঙ্কারি: উপাচার্যের পিএসকে পদাবনতি, অভিযুক্ত কর্মচারীকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে চাকরির লোভ প্রদানকারী একটি চক্র সক্রিয় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৩৮ তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। আট পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাবসহ পাঁচটি সুপারিশ করা হয়েছে। 

সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে সিন্ডিকেট অভিযুক্ত উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিসবাহুল মোকর রবীনকে পদাবনতি (ডিমোশন) ও কর্মচারী আহমদ হোসেনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় অন্য যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তাদের সতর্ক করে নিজ দপ্তর থেকে প্রশাসনিক ভবনের বাইরে অন্য দপ্তরে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার নামে বেনামে প্রার্থীদের সঙ্গে যোগাযোগসহ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার লোভ প্রদানকারী, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি ফৌজদারি মামলা দায়েরেরও সিদ্ধান্ত হয়। 

তদন্ত কমিটির আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছি। কর্মচারী (প্রহরী) আহমদ হোসেন অনেককে ফোন দিয়ে নামে-বেনামে টাকা চেয়েছেন। এখন টাকা দিয়েছে কি দেয় নাই, সেগুলো আমরা যাচাই করতে পারি নাই। আমাদের সীমাবদ্ধতা ছিল। উনি যেহেতু আর্থিক লেনদেনের কথা বলেছেন, তাই তাঁকে চাকরিচ্যুত করার জন্য আমরা সুপারিশ করেছি। অভিযুক্ত উপাচার্যের পিএস রবীনের ফোনালাপে সরাসরি টাকার কথা বলেননি। একজন কর্মকর্তা হিসেবে তাঁর কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে তিনি দায়িত্বশীল কথাবার্তা বলেননি। তিনি লিমিট ক্রস করেছেন। সে জন্য তাঁকে এক ধাপ নিচে নামিয়ে পদাবনতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এটা মেজর পানিশমেন্ট।’ 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট এক কর্মকর্তার পদাবনতি ও এক কর্মচারীর চাকরিচ্যুতির সুপারিশ গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত