কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে এ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার মো. মাসুদ রানা (২৪), একই উপজেলার বুশতল এলাকার আব্দুল খালেক (১৯), ২ নম্বর বদরপুর এলাকার মো. জাকির হোসেন (২৭), দেওড়া এলাকার শরীফ হোসেন (৩৯), নারায়ণপুর এলাকার মো. পারভেজ (৩৫), কেছকী মোড়া এলাকার মো. পারভেজ (৩৫), মো. নূর নবী (২৮) ও তেরকান্দা এলাকার মো. মোজাহিদুল ইসলাম (১৯)। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র্যাব অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী রেস্তোরাঁগুলোতে ট্রাক চালক ও চালকের সহকারীর কাছে মাদক বিক্রি করে আসছিল। কিছু হোটেলের মালিক/ম্যানেজার রেস্তোরাঁর ব্যবসার পাশাপাশি মাদক কারবারির সঙ্গেও জড়িত।
তিনি বলেন, ট্রাক চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য উক্ত রেস্তোরাঁগুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে চালক এবং সহকারীর কাছ থেকে হোটেলগুলো থেকে মাদক ক্রয় করে এবং সেবন করে। মাদক সেবন করে ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্ত অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে এ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার মো. মাসুদ রানা (২৪), একই উপজেলার বুশতল এলাকার আব্দুল খালেক (১৯), ২ নম্বর বদরপুর এলাকার মো. জাকির হোসেন (২৭), দেওড়া এলাকার শরীফ হোসেন (৩৯), নারায়ণপুর এলাকার মো. পারভেজ (৩৫), কেছকী মোড়া এলাকার মো. পারভেজ (৩৫), মো. নূর নবী (২৮) ও তেরকান্দা এলাকার মো. মোজাহিদুল ইসলাম (১৯)। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র্যাব অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী রেস্তোরাঁগুলোতে ট্রাক চালক ও চালকের সহকারীর কাছে মাদক বিক্রি করে আসছিল। কিছু হোটেলের মালিক/ম্যানেজার রেস্তোরাঁর ব্যবসার পাশাপাশি মাদক কারবারির সঙ্গেও জড়িত।
তিনি বলেন, ট্রাক চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য উক্ত রেস্তোরাঁগুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে চালক এবং সহকারীর কাছ থেকে হোটেলগুলো থেকে মাদক ক্রয় করে এবং সেবন করে। মাদক সেবন করে ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্ত অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে