Ajker Patrika

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২: ৩০
Thumbnail image

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত নারীর নাম তাহেরা বেগম (৫৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামের সোলতান আহমদের স্ত্রী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এলাকাটির পাশেই ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য বন্য হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। সম্প্রতি বন্য হাতির বিচরণ বেড়ে গেছে। বনের পাশে বাস করা লোকজন নিয়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক সভা করা হয়।’

স্থানীয় লোকজন ও মৃত নারীর পরিবার জানায়, সোমবার রাতে  ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনের অদূরে মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তাহেরা বেগম। এ সময় দলছুট একটি বন্য হাতি এসে তাঁকে আক্রমণ করে শুঁড়ে তুলে আছাড় মেরে চলে যায়। খবর পেয়ে জমিরার পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে লোহাগড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় আহত হয় একটি বুনো হাতির বাচ্চা। পরে ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত