Ajker Patrika

ভবিষ্যতে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প: দীপু মনি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ভবিষ্যতে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প: দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘ভবিষ্যতে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন শিক্ষার বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। অতএব শিক্ষায় আমাদের বিনিয়োগ করতে হবে। আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় বিনিয়োগ করছি।’ 

আজ রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পাঠদান কার্যক্রম ও একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুশিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আমরা এখন পরিবর্তন চাই না রূপান্তর চাই। শিক্ষায় করোনাকালীন যে ঘাটতি হয়েছে তা পূরণ করতে আমরা একেবারে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি। পরিকল্পনা প্রণয়নের আগে বিষদভাবে গবেষণা করা হয়েছে, গবেষণা করে ঘাটতি নিরূপণ করে নিরসনের জন্য পরিকল্পনা করা হয়েছে। সে ঘাটতিও আমরা পুষিয়ে নেব।’ 

এ আয়োজনে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি) সার্কেল) ফয়েজ ইকবাল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাবেক মেয়র মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, কৃষক লীগ নেতা শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য দেন—কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার মেয়ে ডা. জাবিন জলিল, অধ্যাপক ডা. মাসুম সিরাজ, ডা. নওশীন সিরাজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈনসহ শিক্ষার্থী নূসরাত জাহান আনিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত