Ajker Patrika

৩০০ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হুইপ সামশুল হকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০০ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হুইপ সামশুল হকের

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫০টি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের প্রায় ৩০০ এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী। নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন। ১০৮টি কেন্দ্রের মধ্যে ৫০টি দখলেরও অভিযোগ করেন তিনি।

আজ রোববার দুপুর ১২টার দিকে পটিয়া পৌর সদরের ভোটকেন্দ্রে পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন সামশুল হক। তিনি বলেন, ‘পটিয়া আসনে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে না। এ ধরনের নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও চাননি, প্রধান নির্বাচন কমিশনারও চাননি।’

তবে নৌকার প্রার্থীর পক্ষের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এটা মিথ্যাচার। ঈগলের কোনো এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়নি। কোনো কেন্দ্রও দখল করা হয়নি।’

মফিজুর রহমান আরও বলেন, ‘ঈগলের এজেন্টরা নিজে থেকে সরে যাচ্ছেন। তিনি আগে তিনবার নৌকা নিয়ে নির্বাচন করেছেন। ইতিমধ্যে পটিয়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত