রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে সালিসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবুল কালাম (৫০)। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তৈছালা গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ মীমাংসায় সালিসের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে আবুল কালাম আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তৈছালা গ্রামের আসলাম মিয়ার ছেলে। আবুল কালাম সালিসে সাক্ষ্য দিতে এসেছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, তৈছালার বাসিন্দা সাদ্দামের একটি গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঢুকে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য সালিস ডাকা হয়। গতকাল বিকেলে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে ফের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত হন আবুল কালামসহ ৯ জন। তাঁদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।
গরুর মালিক সাদ্দামের ভাই শাহিন আলম অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি তুচ্ছ ছিল। সালিসে সমঝোতার মাধ্যমেই সমাপ্তি ঘটেছিল। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে রহিম উল্লাহর ইন্ধনে আরিফ, আবছার, মৌমিন, দেলোয়ার, দাউদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে আমাদের লোকজন গুরুতর আহত হন। আর সালিস দেখতে আসা আবুল কালাম নিহত হন।’
ঘটনার বিষয়ে জানতে কয়েকজন অভিযুক্ত ব্যক্তির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল কালামের লাশ চট্টগ্রাম থেকে থানা এনে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ির রামগড়ে সালিসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবুল কালাম (৫০)। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তৈছালা গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ মীমাংসায় সালিসের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে আবুল কালাম আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তৈছালা গ্রামের আসলাম মিয়ার ছেলে। আবুল কালাম সালিসে সাক্ষ্য দিতে এসেছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, তৈছালার বাসিন্দা সাদ্দামের একটি গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঢুকে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য সালিস ডাকা হয়। গতকাল বিকেলে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে ফের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত হন আবুল কালামসহ ৯ জন। তাঁদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।
গরুর মালিক সাদ্দামের ভাই শাহিন আলম অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি তুচ্ছ ছিল। সালিসে সমঝোতার মাধ্যমেই সমাপ্তি ঘটেছিল। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে রহিম উল্লাহর ইন্ধনে আরিফ, আবছার, মৌমিন, দেলোয়ার, দাউদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে আমাদের লোকজন গুরুতর আহত হন। আর সালিস দেখতে আসা আবুল কালাম নিহত হন।’
ঘটনার বিষয়ে জানতে কয়েকজন অভিযুক্ত ব্যক্তির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল কালামের লাশ চট্টগ্রাম থেকে থানা এনে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মৃতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজমিস্ত্রি সোহাগ মিয়া (২৪) এবং তাঁর স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। দম্পতির ঘরে একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে।
৮ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মরিয়ম আক্তার (১৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরিয়ম চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের সালাউদ্দিন ও জয়নব বানুর মেয়ে।
১৮ মিনিট আগেব্যবসায়ীরা জানান, আগের মতো এখন আর খাল-বিল, নদীনালা আগের মতো নেই। পানি সংকটের কারণে নৌকার ব্যবহার কমেছে। পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও হ্রাস পেয়েছে। ফলে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে, যাতে লাভ তো দূরের কথা, পুঁজি তুলে আনা কষ্টকর হয়ে পড়েছে।
৪০ মিনিট আগেগণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুলাই শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে এ সংক্রান্ত যদি কোনো প্রকার তথ্য থাকে, তবে তা ২৩ জুলাইয়ের মধ্যে লিখিত আকারে তদন্ত কমিটির আহ্বায়কের কাছে জানানোর জন্
১ ঘণ্টা আগে