কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।
বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।
রাজবাড়ীর কালুখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে কালুখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট ওই মামলার রায় দেন বিচারিক আদালত।
১ ঘণ্টা আগেখুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত এএসআই আজাহার উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেচুয়াডাঙ্গায় ভুট্টা খেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদমকুড়ি গ্রামের মাঠে কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
১ ঘণ্টা আগে