Ajker Patrika

চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩৮ ব্যবসায়ীর স্বপ্ন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩৮ ব্যবসায়ীর স্বপ্ন

কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩৮ ব্যবসায়ীর ৪৩টি দোকান। গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে উপজেলা সদরের মধ্য বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। 

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানগুলো পুড়ে যায়। এ ছাড়া ফুটপাতে থাকা অন্তত ২০ টির বেশি দোকান আগুনে পুড়ে গেছে। 

এদিকে ঈদের ঠিক আগ মুহূর্তের এই অগ্নিকাণ্ডে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ব্যবসায় লাভের স্বপ্ন দেখেছেন তাঁরা। তবে আগুন লেগে তাঁদের সে স্বপ্ন ভেঙে গেছে। 

বাজারের মুদি ব্যবসায়ী বিমল নন্দি দোকানের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেন, ‘শুধু ক্যাশের মধ্যেই নগদ ১০ লাখ টাকা ছিল। আজকের শেষ বেচাটা বেচতে পারলেও তো হইতো।’ 

চান্দিনা চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাউন্সিলর দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডে তাঁর ৩টি দোকান পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে প্রতিটি দোকানেই ছিল মালামালে ভরপুর। শনিবার চাঁদ রাতের বেচাকেনা করার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। 

আজ শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ-খবর নিতে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক ১০ হাজার টাকা করে এবং পৌরসভার পক্ষ থেকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। 

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়াসহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তারা এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করেন। তাঁদের ওই তালিকায় ৪৪টি দোকানের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়। 

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের মার্কেটগুলোতে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে আমরা সেই চেষ্টাও করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত