Ajker Patrika

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১০: ৪৩
পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লোগাং ইউনিয়নের পাগুজ্জ্যা ছড়ি-কমল কৃষ্ণ কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বরুণ বিকাশের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।’ 

স্থানীয়রা জানান, বরুণ বিকাশ চাকমা স্থানীয় একটি দরজি দোকানের মালিক। গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের পাশে ওত পেতে থাকা তিনজন সশস্ত্র ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করে। এরপর তারা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। 

স্থানীয় বাসিন্দা কমল জয় চাকমা বলেন, ‘বরুণ বিকাশ চাকমা পোশাক তৈরি ও কাপড় সেলাইয়ের কাজ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তবে একসময় তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’ 

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পূর্ণ জীবন চাকমা বলেন, ‘পাহাড়ে নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। কখন কে বা কারা এসে কাকে মেরে যায় এই ভয়ে শঙ্কিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত