রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হালদা নদীতে নৌকা উল্টে নিখোঁজ ব্যবসায়ী শাহেদ হোসেন বাবুর (৩৭) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোর ৪টার দিকে হালদা নদীর চায়াটর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহেদ হোসেন রাউজানের উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সমাজ সেবক এস এম ইউসুফ সিআইপির ছেলে। তিনি চট্টগ্রাম নগরের তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে বন্যার পানিতে নিজের গরু এবং মাছের খামারের ক্ষয়ক্ষতি পরিদর্শন করে যান শাহেদ হোসেন। নৌকা নিয়ে পশ্চিম বাড়িঘোনা হালদা নদীর শাখা খাল দিয়ে ফেরার পথে বাড়িঘোনা সেতুর সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে যায়। এ সময় শাহেদের সঙ্গে থাকা চারজন সাঁতার কেটে কূলে আসতে পারলেও তিনি পানির স্রোতে ভেসে যায়। তাঁকে উদ্ধারে রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে নৌ-পুলিশ, রাউজান ও হাটহাজারী থানা প্রশাসন ও স্থানীয়রা। গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে যান রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ ভোরে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাউজানের উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল বলেন, ঘটনাস্থল থেকে দূরে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ ভোরে স্থানীয়রা নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন বলে তাঁরা খবর পেয়েছেন।
চট্টগ্রামের হালদা নদীতে নৌকা উল্টে নিখোঁজ ব্যবসায়ী শাহেদ হোসেন বাবুর (৩৭) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোর ৪টার দিকে হালদা নদীর চায়াটর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহেদ হোসেন রাউজানের উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সমাজ সেবক এস এম ইউসুফ সিআইপির ছেলে। তিনি চট্টগ্রাম নগরের তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে বন্যার পানিতে নিজের গরু এবং মাছের খামারের ক্ষয়ক্ষতি পরিদর্শন করে যান শাহেদ হোসেন। নৌকা নিয়ে পশ্চিম বাড়িঘোনা হালদা নদীর শাখা খাল দিয়ে ফেরার পথে বাড়িঘোনা সেতুর সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে যায়। এ সময় শাহেদের সঙ্গে থাকা চারজন সাঁতার কেটে কূলে আসতে পারলেও তিনি পানির স্রোতে ভেসে যায়। তাঁকে উদ্ধারে রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে নৌ-পুলিশ, রাউজান ও হাটহাজারী থানা প্রশাসন ও স্থানীয়রা। গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে যান রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ ভোরে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাউজানের উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল বলেন, ঘটনাস্থল থেকে দূরে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ ভোরে স্থানীয়রা নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন বলে তাঁরা খবর পেয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)।
৩ মিনিট আগেনাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।
১১ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে