Ajker Patrika

চট্টগ্রাম প্রেসক্লাবে আপত্তিকর ব্যানার, ক্ষোভ-নিন্দা সিইউজের

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
চট্টগ্রাম প্রেসক্লাবে আপত্তিকর ব্যানার, ক্ষোভ-নিন্দা সিইউজের

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতাদের ছবি ব্যবহার করে ব্যানার টানানোর ঘটনায় ক্ষোভ, গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিইউজে। সেই সঙ্গে দ্রুত ব্যানার অপসারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সিইউজের নির্বাহী কমিটির নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামের সাংবাদিকদের উদ্ভূত সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে খোদ প্রেসক্লাব ভবনেই ব্যানার টানানো অশালীন, অমানবিক ও ন্যায়বিচার পরিপন্থী।’

এতে আরও বলা হয়, ‘অতি সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে চট্টগ্রামের ৯৯ শতাংশ পেশাজীবী সাংবাদিকের স্বার্থে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন সংগঠন সিইউজের কার্যালয় তালামুক্ত করে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সৌহার্দ্যপূর্ণ, ফলপ্রসূ আলোচনায় স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণে আশ্বাস দিয়েছেন।

‘এর পর থেকেই একটি মহল, বিশেষ করে সিইউজে নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার শুরু করেছে। স্মারকলিপিটি প্রদানের দুদিনের মাথায় প্রথমে সিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ও নাম উল্লেখ করে এবং পরে ব্যানার পাল্টিয়ে শুধু সভাপতির নাম ও ছবি উল্লেখ করে পরপর দুটি আপত্তিকর ব্যানার সাঁটানো হয়।’

গণমাধ্যম, সাংবাদিক এবং সাংবাদিকদের অধিকারের স্বার্থে তাঁদের নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করে সিইউজে।

বিবৃতিদাতারা হলেন সিইউজের সিনিয়র সহসভাপতি স ম ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত