Ajker Patrika

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২২: ১৯
হাসপাতালের ডিসপ্লেতে জয় বঙ্গবন্ধু লেখা। ছবি: সংগৃহীত
হাসপাতালের ডিসপ্লেতে জয় বঙ্গবন্ধু লেখা। ছবি: সংগৃহীত

নোয়াখালী শহরের মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিসপ্লেতে হঠাৎ ভেসে ওঠে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’—এমন লেখা। এ ঘটনায় ওই হাসপাতালে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাইজদী হাসপাতাল সড়কের সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদ বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ৩১ ডিসেম্বর রাতে সিটি হাসপাতালের স্ক্রিনে ভেসে ওঠে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’ পরে বিষয়টি টের পেয়ে হাসপাতালের দায়িত্বরত নৈশপ্রহরী স্ক্রিনের বিদ্যুৎ লাইন কেটে দেন। গতকাল মঙ্গলবার রাতে ওই স্ক্রিন আবার চালু হলে একই লেখা ভেসে উঠতে দেখেন লোকজন। পরে হামলা চালিয়ে প্রথমে স্ক্রিনটি এবং পরে হাসপাতালের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

হাসপাতালের ম্যানেজার মো. শাহজাহান নাজিম বলেন, ‘হামলাকারীরা হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল, এক্স-রে, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরা, টেলিভিশন ভেঙে চুরমার করে দিয়েছে। লুট করা হয়েছে নগদ টাকাও। এতে সব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, হাসপাতালের সাইনবোর্ডে ভেসে ওঠা লেখার বিষয়ে জিজ্ঞাসা করতে যান শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদ বাবলু। সেখানে অতি উৎসাহী কিছু লোক ভাঙচুর করে। পরে বাবলুকে বেদম মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘ভাঙচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো (বুধবার রাত ৮টা পর্যন্ত) কোনো অভিযোগ দেয়নি। আটক বাবলুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত